পাতা:কুলীন কুলসর্ব্বস্ব নাটক.djvu/৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ७१ ) অধৰ্ম্ম । আমাদের কুলীনেচ্ছেলে অনেক বে’ করে থাকে, কিন্তু আমি ধৰ্ম্মতীত অধৰ্ম্মরুচি মুখুয্যে, আমি অধিক করি নাই। ধৰ্ম্ম। তবু কত শুনিতে পাই না ? অধৰ্ম্ম । শুন্তে গানে না কেন ? তামি সাড়ে অণঠার গণ্ড বৈ আর ‘বে করি নাই;—কতগুলে। বে’কলে কি হবে? আমাদাদা মহাশয় চারি কুড়ি পোনের টা বে’ করেছেন, এখন তিনি অন্তদন্ত হীন হয়েছেন তবু পেলে ছাড়েন না । ধৰ্ম্ম । (সহস্য মুখে) তাপনি এত অল্প বিবাহ করিয়াছেন ? ভাল একটা কথা জিজ্ঞাসা করি • আপনি আ. পন বিবাহিত ৭৪টী স্ত্রীর প্রত্যেকের কি ধৰ্ম্ম রক্ষা করিতে পারেন ? অধৰ্ম্ম । ধৰ্ম্মই ধৰ্ম্ম রক্ষা করেন আমরা ধম্মাধম্মের ধার ধরি নে, অথবা যার ধৰ্ম্ম সেই রক্ষা করে ; আমাধূম্ম এই যে “আমরা কুলীনের ছেলে, ধৰ্ম্মেং কিছু পেলে ছাড়িনে” সে কথায় কায কি ? নমস্কার মহাশয়, আমি পিতার তত্ত্বে এসেছি, দেখি তিনি কোথায়। [ইতস্ততঃ অন্বেষণ করিয়া অধৰ্ম্মরুচির প্রস্থান । ধৰ্ম্ম । শুনিলে তর্কবাগীশ ? তর্ক। আজ্ঞা, শুনিলাম, কি চমৎকার২ ! কি ভয়ানক ব্যাপার। বল্লালসেন গৌড়রাজ্যে ধৰ্ম্ম নিৰ্ম্মলনার্থ ধূমকেতু স্বরূপ উদিত হইয়াছিল, যথার্থই বটে !