( १> ) বিবাহ সময়ে কুলকৰ্ম্ম কৰ্ত্তে হবে, না পারিলে কুলভঙ্গের সম্ভাবনা বটে, তা কি কব্যে বাপু ! যাও, অন্নপ্রাশন দেয় গে । অধৰ্ম্ম । বাবা, তার নিমিত্তে বলুচি না । বিবাহ। তবে কি নিমিত্ত ? অধৰ্ম্ম। কি বলবো বাবা, লজ্জা হয় ; সেদেশে প্রায় তিন বচ্ছর যাই নাই, তাই বলি - মেয়েট হলো !? বিবাহ। (উচ্চহাস্য করিয়া) বাপুহে, তাতে ক্ষতি কি ? আমি “তোমার জননীকে বিবাহ করিয়া তথায় একবারও যাই নাই, একেবারে তোমার সঙ্গে সাক্ষাৎ হয় !” তা বাপু আমরা কুলীনের ছেলে, আমাদের ওরকম হয়ে থাকে, তাতে ক্ষতি কি ? যাও বাপু, তারা আমোদ করে লিখেছে যাও, লজ্জা কি ? অধোমুখেই অধৰ্ম্মরুচির প্রস্থান। বিবাহ। (স্বগত) আমার কিছু টাকা চাই, কোথ৷ যাই, বেলাও অনেকটা হয়েছে, নিকটে কি কোন শ্বশুরবাড়ি নাই ? (চিন্তাকরিয়া) হা, যেন মনে হচ্চে, এখান হইতে এক ক্রোশ হইবে বিমলাপুর, সেখানে বুঝি এক বার বে হয়ে ছিল (পুনশ্চিন্তা করিয়া) আমিই সেথায় বে করেছি না পুত্রের বে দিছি? ভাল মনে হচ্চে না—পুত্ৰকে ডেকে জিজ্ঞাসা করিব ? (কিঞ্চিস্তাবিয়া) না, আমার কাছেতো ফর্দ আছে তাই দেখি না কেন ? (ফর্দ খুলিয়া)
পাতা:কুলীন কুলসর্ব্বস্ব নাটক.djvu/৮২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।