এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
( ૧ઉ ) [গভবতীর প্রবেশ] গর্ত। (রোদন করিতেই) সংসারেতে ছিল সাধ, তাহে হলো বিসংবাধ, বিধাতা সাধিল বাধ, সাধনা পুরাল না। বাচিয়া নাহিক সুখ, কেবল সতত দুখ, দেখাইতে কালামুখ, আর নাহি বাসন ॥ । একোটা এক প্রকার, দেখে হই চমৎকার, গুণকথা কহি কার, কেহ ভাল বাসে না । শাশুড়ী বাঘিনী প্রায়, ননদী নাগিনী তায়, যদি কোন ছল পায়, তবে রক্ষণ থাকে না ॥ প্রতিবাসী যদি আসি, হয় মোরে মিষ্টভাষী, অমনি সে সৰ্ব্বনাশী, প্রকাশিতে ছাড়ে না। শাশুড়ী তা শুন্তেপেলে, ভূতছাড়া করে গেলে, দিতে এসে নুড়ে জ্বেলে, বিবেচনা করে না। পেলে অপরাধ তিল, তালের সমান কীল, বুকে পিঠে লাগে খিল, নাহি থাকে চেতনা। ভাতারের মুখে ছাই, মরণতো তার নাই, তা হলে নিকুলে যাই ঘুচে সব যাতন । মরি সদা মনস্তাপে, কি দেখে দিয়েছে বাপে,