( १b~ ) দণ্ড, একি ! বিশেষত মন্ত কহিয়াছেন “ শোচন্তি জীময়োযত্র বিনশ্যত্যাশু তৎকুলং। ন শোচন্তি হি যত্ৰৈত বৰ্দ্ধতে তদ্ধি সৰ্ব্বদ”। যে কুলে কুলকামিনীর রোদন করে সে কুল শীঘ্রই বিনাশ পায়, আর যে কুলে তাহার আহ্নাদিত থাকে সে কুল সৰ্ব্বদা বৰ্দ্ধনশীল হয়, অতএব চক্ৰবৰ্ত্তী কেন ধৰ্ম্মাতিবৰ্ত্তী হইয় তোমাকে নিগ্ৰহ করিলেন ? বাছা তুমি কি কোন অপরাধ করিয়াছ ? গর্ভ। এমন কিছু করি নাই কেবল পুত্র প্রসব করেছিলাম। ধৰ্ম্ম । তাহীতে অপরাধ কি ? সৌভাগ্যবর্তী নারীই পুত্র প্রসব করে, বিশেষত “ পুত্রার্থে ক্রিয়তে ভাৰ্য্য। পুত্ৰঃ পিণ্ডপ্রয়োজনঃ ” । পুত্রের নিমিত্তই দীর গ্রহণ করিতে হয় নতুবা ভাৰ্যার প্রয়োজন কি ? বিষ্ণুসংহিতাতে লিখিত আছে “পুন্নামোনরকাদ্যস্মাৎ পিতরং ব্রায়তে স্থতঃ । তস্মাৎ পুত্ৰইতি প্রোক্তঃ স্বয়মেব স্বয়তুবা”। যে ব্যক্তি পুন্নাম নরক হইতে নিস্কৃতি করে সেই পুত্র, যাহার দুরদৃষ্ট দোষবশে পুত্ৰমুখ নিরীক্ষিত না হয় তাহাকে পুন্নাম নরক ভোগ স্বীকার করিতে হয়। অতএব পুত্র প্রসব করিয়া তাহাকে কৃতাৰ্থ করিয়াছ, তাহাতে অপরাধ কি ? গর্ভ। না এক পুত্র না, অনেক পুত্র প্রসব করেছি। ধৰ্ম্ম । তাহাতে অতি উত্তম “ এষ্টব্য বহবঃ পুত্ৰ যদ্যপ্যেকে গয়াৎ ব্রজেৎ ”। সংসারির বহু পুত্ৰ ইচ্ছ করিকে যেহেতু অনেক পুত্র মধ্যে যদি কেহ গয়াধামে
পাতা:কুলীন কুলসর্ব্বস্ব নাটক.djvu/৮৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।