( ৭৯ ) গমন করে, তাহ হইলেই চতুর্দশ পুরুষ পর্যন্ত অনায়াসে উদ্ধার হইতে পারে । আর এক পুত্রে বংশ রক্ষার ও সন্দেহ, ভারতে কথিত আছে “ একপুত্রো হপুত্রোমে মতঃ কৌরবনন্দন। একচক্ষুর্যর্থ চক্ষুর্নাশে তস্যান্ধএবসঃ ” । যেমন কাণ ব্যক্তির বর্তমান যে এক চক্ষু তাহে আস্থা নাই, তন্নাশ হইলে অন্ধ হইতে হয় সেইরূপ এক পুত্রির সে পুত্র বিনাশ হইলে তাহার বংশ নির্মুলিত হইয়া যায়। বিশেষত নিমিত্তনিদানে ক: থিত আছে “ বহুপুত্ৰবতী নারী স্থখসৌভাগ্য শালিনী ” । যে স্ত্রী বহুপুত্র প্রসবিনী সে লক্ষণক্রান্ত, অতএব হরির মা, বাছা তুমি অনেক পুত্র প্রসব করিয়া সৌভাগ্যশালিনী হইয়াছ ইহাতে তোমার অপরাধ আমি কিছুই বুঝিতে পারিলাম না। গর্ত। তবে আপনি শুনুন, অামাদের বংশে সকলেই মেয়ে ব্যাচে, আমার বড় ভস্থর পাঁচটা মেয়ে বেচে কোটা করেছেন, আরো এখনো দুটো আছে। আমার 'চারিটাই ছেলে, মেয়ে হয় নি তাই আমাদের সেই মিনৃযে আমারে সব্বদা তাড়ন করে, বলে এমন হতভাগিনী তুই একটাও মেয়ে বিউতে পাল্লিনে ’। এবার আবার সেই অলক্ষণে পেট উপস্থিত হয়েছে, আজি কোথা থেকে এসেই আমাকে নিগ্রহ কল্যে, আর বল্যে “ এবার যদি না মেয়ে হয় দূর করে দেবো । তাই আপনি দয়। করে কিছু স্বস্তোন করুন যেন এবার মেয়ে হয়—আর আমি জ্বালা সৈতে পারিনে। (উচ্চৈঃস্বরে রোদন)
পাতা:কুলীন কুলসর্ব্বস্ব নাটক.djvu/৯০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।