পাতা:কুলীন কুলসর্ব্বস্ব নাটক.djvu/৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( b-> ) লিপ্ত হয়, এই শাস্ত্রানুসারে অদ্যাবধি সজ্জনগণ কদাচ বরপক্ষের দ্রব্যসামগ্ৰীও গ্রহণ করেন না এবং দৌহিত্র মুখ নিরীক্ষণের পূৰ্ব্বে জামাতৃ গৃহে অভ্যবহারেও বিমুখ থাকেন। শাস্ত্রে এই রূপ শুক্রবিক্রয়ির অশেষ প্রকার নরক লেখে, কিন্তু কি আশ্চৰ্য্য, পামর প্রকৃতি প্রাণিগণ সেই সমস্ত দুৰ্দ্ধৰ্য পাপপুঞ্জ স্বীকারে বসুমতীকে দৃষিত করিতেছে! বাছা হরির মা তুমি এক্ষণে গৃহে যাও, আমি আশীৰ্ব্বাদ করিলাম তোমার কন্যা হইবে, আর স্বস্ত্যয়ন করিতে হইবে না। [গভবতীর প্রস্থান । তর্কবাগীশ শুনিলে, কি কদৰ্য্য ব্যবহার | কন্ঠ বিক্রয়, কি আশ্চৰ্য্য২ !!! তর্ক। সম্পন্ন ব্যক্তিরা কি করে ? যাঁহীর দরিদ্র তাহীরা কি করিবে, সংসারযাত্রা নিৰ্ব্বাহ নিমিত্তই এই সকল পাপ স্বীকার করিয়া থাকে। ধৰ্ম্ম । রেখে দেওহে সংসার যাত্র । বৃক্ষে কি পত্র নাই ?—নদীতে কি জল নাই –অরণ্য ভূমিতে কি স্থান নাই ?—পল্লবে কি শষ্য রচনা হয় না ?—বমবাহু কি উপধান হইতে পারে না ?—বলকল কি পরিধেয় নহে ? এই পৃথিবীতলে জগদীশ্বরদত্ত অযত্ন সুলভ কি না আছে ? কি না পাওয়া যায় ? সকলই প্রাপ্ত হওয়া যায়—সকলই মিলে—তবে কি নিমিত্ত এই মহাপাতক ?