( ь : ) [নিজ শিশুর সহিত সুমতির প্রবেশ] সুমতি । (শিশুরপ্রতি) বাছ একবার ডাকন, মদ্যে গেল কোথ ? ফলারের নেমন্তম হয়েছে, বেলাবেলি ছেলেটা নে যাকু না কেন ? শিশু ওম, তুই আমাকে ফলারে নে যা, আমি তোস্সঙ্গে যাব । সুমতি । বাছা, আমি কি সেথায় যেতে পারি ? শিশু। কেন পারিস নে—তুই পারবি। সুমতি । আমি যে মেয়ে মহুিঘ, কেমন করে যাব ? শিশু । না, তুই মেয়ে মাহুষ নয়—তুই যাবি–অlয়, আমার সঙ্গে অয়ি (অঞ্চলাকর্ষণ)। সুমতি । না বাছা, আমি গেলে লোকে নিন্দে কবে : তুই ডাকু, সে এখন তোকে নে যাবে। শিশু। ওমা, কাকে ডাকব ? কে নে যাবে ? সুমতি। সেই মিনসেকে ডাক্,—থাকেই নিউদেশ হয় । শিশু ! কোন মিন্সেকে মা ? যে আমাদের ঘর ছেয়ে ছিল ? সুমতি। না না, তাকে কেন ? শিশু । তবে অবার কোন মিন্সেকে ডাকবে ? সুমতি । সেই কত্তাকে রে কত্তাকে ; ছেলেটাও তেমি ! শিশু। কোত্তাকে, তাই বলন কেন ? অায় তুতু তু। সুমতি । (সক্রোধে) না রে পোড়াকপালে ছেলে, কুকু রকে কেন ? H
পাতা:কুলীন কুলসর্ব্বস্ব নাটক.djvu/৯৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।