পাতা:কুলীন কুলসর্ব্বস্ব নাটক.djvu/৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( b-a ) হয় কিছুই হলো না ! এতোটা পরিশ্রম ! পরিশ্রম হলো সার, নাহি মিলিল ফলার, ফল আর জীবনে কি আছে। গৃহ অন্নে নাই রুচি, ত্যজিছি লক্ষীর খুচি, লুচি বিনে কিসে প্রাণ বাচে। শিশু । ওমাহ, এই যে বাবা এয়েচে, আমি বাবার সঙ্গে যাব { উদর। কি রে তুই এখানে কেন ? একা এসিছিস নকি ? শিশু (শীত্র গিয়া পিতার অঙ্গুলি ধারণ পূৰ্ব্বক) এই যে বাবা এয়েচেই , ওবাবাই আমি মারসঙ্গে এইচি, ঐ মা দাড়িয়ে আছে (হস্তদ্বারা দর্শায়) । উদর ৷ (সুমতির প্রভি সক্রোধে) কি ! এমন যোগ্যতা একেবারে রাস্তার উপর ! লজ্জা নাই! ভাদ্র মাসের তালের মত কীল ন পেলে বুঝি হবে না ? এই চারি দিগে পুরুষ এখানে আসা, দেকবি একবার ? শিশু । বাব, মা তোকে ডাকতে এয়েচে । উদর। অামারে ডাকতে এসেছে কি আর কাকে ডাকতে এসেছে, তার নিশ্চয় কি ? সুমতি। (সভয়ে) ফলারের কথা বলতে এসেচি । উদর । (সানন্দে) অঁ, কি বল্যি ! নিকটে য়ায়২, এ