( brb ) খানে কেহই নাই, এতে লজ্জাই কি ? ভাল তুইতে। আর নবঞ্চুগমনের বেী নোস্ (সুমতিকে নিকটে অtনিয়) কি বল দেখি, ফলর জুটেছে, বলিস কি ! নিমন্ত্রণ ন! অনিমন্ত্রণ ? সুমতি । অনিমন্তম আবার কি ? উদর। তুই মেয়ে মানুষ কি বুঝবি ? নিমন্ত্রণ অপেক্ষা অনিমন্ত্রণে অধিক মজ, নিমন্ত্রণে পেটে যাওয়া হয়, কিন্তু অনিমন্ত্রণে পেটে পিটে দুয়েতেই হয়। সুমতি। ত৷ এতে আমি জানিনে ; বাড়য্যের বাড়ি নিমন্তন হয়েছে, সেথায় বে। উদর। ঐ ওপাড়ায় কুলপালকের বাড়ি? ফলার কেমন রকম ? সুমতি । (সাঙ্গভঙ্গে) - ফলার আবার কেমন রকমঃ কথা শুনলে গা জ্বাল করে । উদর। হা ক্ষেপি, কিছুই যানিস্নে ফলার তিন প্রকার উত্তম, মধ্যম, আর অধম । ইহাদের প্রত্যেকের লক্ষণ শুনৃবি ? শুনে রাখ, যদি কখন কাযে লাগে। উত্তম ফলার । ঘিয়ে ভাজা তপ্ত লুচি, ছচারি আদার কুচি, কচুরি তাহাতে খান দুই । ছক। আর শাকভাজা, মতিচুর বদে খাজা, ফলারের যোগাড় বড়ই ॥
পাতা:কুলীন কুলসর্ব্বস্ব নাটক.djvu/৯৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।