পাতা:কৃষ্ণকর্ণামৃতম্‌.djvu/১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

lo'o মণ্ডলে। বিশেষ কৃষ্ণের লীলা স্ফৰ্ত্তি সেই স্থলে। অনুরাগ সিন্ধু তাতে হইতে উছলিলা । লালসা-অবর্তে সৰ্ব্ব চিত্ত গ্রাস কৈলা ॥ কৃষ্ণের দর্শন লাগি করয়ে প্রার্থনা । মথুরাভিতরে গেলা লৈয়া কত জন ॥ সাক্ষাৎ কৃষ্ণের স্ফক্তি মানিলেন তথা । তবে বৃন্দাবনে গেল চিত্ত উৎকণ্ঠিতা ॥ সাক্ষাতে দেখিল তথা ব্রজেন্দ্রনন্দন । মনো বাক্য অগোচরে করিয়া বর্ণন ॥ প্রলীপ করিয়া যথা সে সব বর্ণিল । স্বসঙ্গী বৈষ্ণব তাহ লিখিয়া রাখিল ৷ তবে কত দিন তেহেঁ রহে বৃন্দাবনে। পাছে কৃষ্ণ নিত্যলীলায় কৈল প্রবেশনে ॥ গুরু পরম্পরায় এই লীলtশুক বাণী । প্রসিদ্ধ লোকের স্থানে এই কথা শুনি ॥ এই ত কহিল পীলtশুকের চরিত। যাহার শ্রবণে কৃষ্ণ শিলয়ে ত্বরিত। লীলtশুক পায়ে মোর প্রণতি বিস্তর। সাক্ষাতে কৃষ্ণের সনে যার প্রত্যুত্তর ॥ ---