পাতা:কৃষ্ণকর্ণামৃতম্‌.djvu/১১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কৃঞ্চকর্ণামৃতং । So Y আদ্রাণি বেণুনিনাদৈঃ প্রতিনাদপুরৈ কিঙ্কিণীনাং প্রতিনাদপুরো যেষু তে তৈমিশ্রিতৈরিত্যৰ্থ । তথা আলোললোচনয়ে বিলোকিতকেলিধারাভি নিরাজিতে তস্যৈবাগ্রচরণে যৈঃ সঃ বংশীবাদনৰূত্যে তালোন্নয়নায় চরণাগ্রদর্শনাৎ। কিম্বা। ব্রজেদেবীনাং নেত্রাণি . উপস্থিত হইয়াছেন, ইহার চঞ্চল লোচন যুগল হইতে মধুময় দৃষ্টিরূপ কেলিধারা বর্ষণ করত চরণাগ্রভাগকে শোভিত করিতেছেন। প্রতিধ্বনিপূর্ণ বেণুনিনাদে অত্যন্ত আদ্রীভূত যদুননানঠাকুরের পদ্য । এত কহি উঠে রাই, মনের সোয়াস্থ নাই, চতুর্দিকে করি নিরীক্ষণ। কাহা নুপুরের ধ্বনি, সবে মাত্র কানে শুনি, হেথা না আইসে কি কারণ ॥ অতিশঠ ধূৰ্ত্তরাজ, হেন বুঝি কুঞ্জমাব, কারো সঙ্গে করয়ে রমণ। সুখে বিলাসয়ে তথা, এ লাগি ন! আইসে এথা, মোরে কৈছে দিবে দরশন ॥ কহিতে কহিতে পুনঃ, উন্মাদ বাঢ়িল মন, আইলা কৃষ্ণ মনে হেন দেখে । অন্যাঙ্গন ভোগচিহ্ল, প্রতি অঙ্গে পর বিণ, আয়ূর্ণ নয়ন হাস্য মুখে ॥ দেখিতেই তার মতি, সেহ কৃষ্ণচন্দ্র প্রতি, অতিশয় ক্রোধ উপজিল। তাহ দেখি কৃষ্ণ যেন, তারে ছাড়ি গেল। পুনঃ, পাছে তাপে ঔৎসুক্য হইল । এই দুই ভাবে মেলি, ভাবগন্ধি করি বলি, অমর্ষ বিক্ষেপ অপমান । ঔৎসুক্য দর্শন ইচ্ছ, অন্যোন্য না করে ইচ্ছা, শাবল্যের এইত লক্ষণ ॥

  • অমর্ষ অনুগত্রয়া, অসুয়োগ্রাবহিখয়া ঔংস্থক্যে