পাতা:কৃষ্ণকর্ণামৃতম্‌.djvu/১৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

** ১৩৪ কৃষ্ণকর্ণামৃতং । মদমুদিত-মৃদুহলিত-মুষিত-শশি-শোভা মহুরধিক-মুখকমল-মধুরিমণি লীয়ে ॥ ৫৩ ৷ সামান্যোক্তি। বৈদগ্ধ্য। তথা মদেন মুদিতং তদ্ধাষ্ট্যদর্শনাং । যা দুইসিতং তেন মুষিতঃ শশী যেন তাদৃশশ্চ শোভয় ক্ষণে ক্ষণে অধিকশ মুখকমলস্য মধুরিম যস্য। যদ্বা। তাদৃশহসিতেন মুষিতঃ শশী ষয়। তয় শোভয় মুহুরধিকং তন্মুখকমলং তস্য মধুরিয৷ যস্মিন । স্বাস্তদশায়াং পূর্ববং । বাহাৰ্থঃ →ठे: ॥ ४७ ॥ এবং মদমুদিত ( আনন্দ বিস্ফারিত ) মৃদুহাস্যে যিনি শশধরের শোভাকে অপহৃত করিতেছেন, তার যিনি পুনঃ পুনঃ সমধিক ভাবে বৰ্দ্ধমান মুখকমলের মাধুর্য্যের নিলয় স্বরূপ ॥ ৫৩ ৷ - অতঃপর মূছাপন্ন স্ত্রীরাধার প্রতি সখীগণ প্রবোধ দিলেও ঔৎসুক্যাদি ভাবমগ্ন ও প্ৰলাপকারিণী শ্রীরাধার বাক্য গ্রন্থকার বর্ণন করিতেছেন ॥

যদুনন্দনঠাকুরের পদ্য । আমি লীন হব সেই মাধুর্য্যে তাহার ॥ সামান্য গোপিক। নাম কহিলা যে রাই। বৈদগ্ধী হইতে বস্তু আপন জানাই ॥ তথ। আর কামসদে উদয় ধৃষ্টত। সেই গোপাঙ্গনাগণের দেখিয়া সৰ্ব্বথ। তাতে তার মৃদু হাসি তার শোভা হৈতে। পূর্ণিমা শশির শোভা হেন শোভা যাতে ॥ ক্ষণে ক্ষণে বাঢ়ে মুখকমলমধুরী। তাহাতে ডুবিব আমি কি আর চাতুরী ॥ " এতেক কহিতে রাই মূচ্ছিত হইয়া। সখীগণ প্রতি কহে । প্ৰলাপ করিয়া ॥ ৫৩ ৷ . .