১৮২ কৃষ্ণকর্ণামৃতং । ময়ময়মনুকুজদ্বেণুরায়াতি দেবঃ ॥৮১ ॥ সোহয়ং মুনীন্দ্রজনমানসতাপহারী সোহয়ং মদভ্ৰজবধুবসনাপহারী। অমুকুজদ্বেগুনুপুরধ্বনিঃ পদতালঞ্চানু তদনুসারেণ কুজন বেণু র্যস্য। অমুনিরন্তরং বা ॥ ৮১ ৷ সাক্ষান্তদর্শনপ্রাপ্ত্য পরমানন্দমগ্ন সাশ্চৰ্য্যমাহ। মুনীন্দ্রাশ্চ তে জন ভক্তাশ্চ তেষাং নারদাদীনায়পি মানসভ্যতাপমেব সদা ধ্যানে স্ত্যা হওঁ,ংশীলং যস্য সোহয়ং। তাদৃশোহপি মদযুক্ত গৰ্ব্বেণ ভংসয়ন্ত্যে যা ব্ৰজবধ্বস্তাসাং বসনাপহারী য: সোহয়ং। তথা তৃতীয়ভুবনেশ্বরস্য গিরিষ্কৃত্য স্বৰ্গেশস্য দর্পহারী যঃ গোপীজনসমূহের শরণ অর্থাৎ আশ্রয়, সেই চরণযুগলদ্বারা এই দেব শ্ৰীকৃষ্ণ আগমন করিতেছেন ॥ ৮১ ॥ অনন্তর শ্রীকৃষ্ণের সাক্ষাদর্শন প্রাপ্ত হইয়া লীলাশুক পরমানন্দে নিমগ্ন হওত আশ্চর্য্যের সহিত কহিতেছেন ॥ সখি ! সেই এই মুনীন্দ্রগণের মানসিক তাপহারী, সেই যদুনন্দনঠাকুরের পদ্য। আইসে আগে ত অমৃার। তবে ত সাক্ষাৎ তার, দর্শন-আনন্দ-সর,সে আনন্দে মগ্ন মন হই । কহে লীলtশুক বাণী, কৃষ্ণ কর্ণ রসায়নী, শুন সবে চিত্ত মন দেই ॥৮১ ॥ সখি ! হে, সেই কৃষ্ণ দেখি বিদ্যমান। মুনীন্দ্র আর ভক্ত জন, নারদীদ্যের যেই মন, তাপ হরে করিলে ধিয়ান ॥ ধ্রু॥ মদযুক্ত গোপনারী, যারে ভৎসে গৰ্ব্ব করি, তা সবার বাস যেই হরে। সেই কৃষ্ণ আইলা এই, যাতে চিত্ত সুখ দেই, বিদ্যমানে দেখহ তাহারে ॥ - স্বৰ্গেশ্বর ইন্দ্রগৰ্ব্ব, গিরিধরি কৈলা খৰ্ব্ব, সেই এই আইল সাক্ষাং। গোপী হৃদ, পদ্মহারী, আমার চিত্তম্বুজহার, সেই এই আশ্চৰ্য্য এ বাত।
পাতা:কৃষ্ণকর্ণামৃতম্.djvu/১৯৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।