পাতা:কৃষ্ণকর্ণামৃতম্‌.djvu/২৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

షిరిe কৃষ্ণকর্ণামৃতং । ধৰ্ম্মৰ্থকামগতয়ঃ সময়প্রতীক্ষা: ॥ ১০৭ ৷ জয় জয় জয় দেব দেব দেব ধৰ্ম্মার্থকামগতয়স্তু পশ্চাৎস্থিত্বা কদাচিদম্মানীক্ষতে বেতি সময়প্রতীক্ষাস্তং প্রতীক্ষক ভবন্তি । তৎ.কিমিত্যাত্মানং দত্ত্ব বরেণ মাং ছন্দয়সীতি ভাব: ॥১০৭ ততঃ অগ্নি লীলাওক মৎকর্ণামৃতরূপাণি বৃন্দাবনযাত্রামঙ্গলাচরণমারভ্য কেয়ং কান্তিরিত্যন্তানি ত্বংভাষিতানি শ্রীত্ব পুনস্তংশ্রোতুকামেন भग्न। অর্থ,কাম ও মোক্ষ এই পুরুষাৰ্থ চতুষ্টয় সময় প্রতীক্ষা করত কৃতাঞ্জলি পুটে আমাদিগকে সেবা করিবে ॥ ১১৭ ৷ অতঃপর শ্ৰীকৃষ্ণ কহিলেন তাহে লীলা শুক ! বৃন্দাবন যাত্রা মঙ্গলাচরণকে আরম্ভ করিয়া “কেয়ং কাস্তি” এই পৰ্য্যন্ত আমার কর্ণামৃতরূপ যাহা বর্ণন করিলে তাহা । শ্রবণ করিয়া পুনৰ্ব্বার শুনিবার নিমিত্ত তুমি উচ্চালিত হইয়াছ, সেই এই তোমার বাক্যবিজুম্ভিত রচনা আমার কর্ণ স্বছনদনঠাকুরের পদ্য । কৃষ্ণ কহে লীলtশুক, আমি বহু পাইল সুখ, আদ্যোপান্তে যতেক বর্ণিল । তাহ শুনিবার কাজে, এই কথা, কহি ব্যাজে, তব বাণী কর্ণামৃত হৈলা ॥ এমতে সস্নেহ বাণী, গোবিন্দের মুখে শুনি, লীলtশুক পাইয়া হরিষে। কহিতে লাগিল পুন, অতি মনোহর শুন, সবে কৃষ্ণকর্ণামৃতানিশে ॥ ১০৭ ৷ - হে দেব জয় হে দেব জয় হে দেব জয় । পরম আনন্দ বাণী পুনঃ পুনঃ কয়। ত্রিভুবন মঙ্গল দিব্য কিশোর মুরতি । মনোহর নাম অতি মোহন কান্তি ॥ কিম্বা দেবদেব তুমি


-