so - কৃষ্ণকর্ণামৃতং । প্রতিপদললিতাভ্যাং প্রত্যহং নূতনাভ্যাং । প্রতিমুহুরধিকাভ্যাং প্রস্ফালোচনাভ্যাং শকুন্নিতি ব৷ অত্র স্বায়ুস্বারোচ্চারণং। কার্গ ভ্যাং। এঁরাধাবিষয়কগুণকৈ রেব পরিণতাভ্যাং ঘটিতাভ্যাং। ঐ শোভা তত্তরস্যালম্বনাভ্যাং আশ্রয়াভ্যাং । পুনঃ সবিচারমাহ। প্রত্যহং নূতনাভ্যাং। যে যে দৃষ্টে ততোইপাতিসুন্দরে ইত্যর্থ । পুনঃ সবিমৰ্ষমাহ । প্রতিমুহঃ ক্ষণে ক্ষণে২ধিকাভ্যাং প্রণয়শোভাদিভিক্লচ্ছলিকাভ্যাং। অদ্যৈৰ তদানীং যে দৃষ্টে ততো ইপতিমধুরে ইত্যর্থঃ । পুনঃ সশঙ্কং। প্রতিপদং পদে পদে নিমিষে নিমিষে ললিতভ্যাং । ইদানীং নিমিষাস্তরে যে দৃষ্টে ততোইপ্যতিমনোহরে ইত্যর্থ । অমুরাগস্বভাবোহয়ং যৎ সবিষয়ং নবং নবমিত্যকুভাবয়তি। তথাহি। অকুসবভি আশ্রয় স্বরূপ, তথা প্রত্যেক পদবিন্যাসেই যtহ। ললিত এবং প্রত্যহই নূতন নূতন, অপিচ যাহা প্রতি মুহূর্তেই অধিক অধিক, সেই প্রফুল্লিত লোচনযুগল দ্বারা এই প্রাণনখ কিশোর ( শ্ৰীকৃষ্ণ ) আমাদের (সমস্ত সখীগণের ) حساس--سح سے যদুনন্দনঠাকুরের পদ্য । পুনঃ বিচারয়ে মনে, কৈছে সেহ দুনয়নে, প্রত্যহ নূতন হেন লয়। পূৰ্ব্ব দিনে যে দেখিল, তাহ হৈতে এ লখিল, কডু নাহি দেখি তেঁহ লয় ॥ কহিতে সশঙ্ক হৈল, নিরখিয়া বিচারিল, সুললিত নিমিষে নিমিষে। এখনি দেখিল যাহা, নিমিষ অন্তরে তাহ, অতিশয় মাধুরী বরিষে ॥ অতিশয় অনুরাগে, সদা নব নব লাগে, গোবিন্দের প্রতি অঙ্গগণ । কৃষ্ণকর্ণামৃত কথা, অমৃত হৈতে পরামৃতা, ভাগ্যবান করে আস্বাদন ॥ - -
পাতা:কৃষ্ণকর্ণামৃতম্.djvu/৫১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।