পাতা:কৃষ্ণকর্ণামৃতম্‌.djvu/৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কৃষ্ণকর্ণামৃতং । S:సి -আপুঞ্চত ভুবনমস্কৃতবিভ্রমেণ শ্ৰীকৃষ্ণচন্দ্র শিশিরকুরু লোচনং মে ॥ ২৫ ॥ কদা বা কালিন্দীকুবলয়দলশ্বমেলতরাঃ স্বলোচনয়ে বিরহার্কপ্রতপ্তকুমুদত্বং ধ্বনিতং । ষদ্ধ। নিরীক্ষণেন বৈভবেন বিভ্র. মেণ চ মে লোচনং তথা কুরু। আপুঞ্চতেতি ত্রয়াণাং বিশেষণং। চন্দ্রোহপি তথা করোতি ইতি রূপকং। স্বাস্তুর্দশায়াং তু প্রোণীপ্রের্ণরূপং তন্নিরক্ষণং অন্যৎ সমং । বাঁহে তু স্পটং ॥ ২৫ ॥ - পুনমুহস্তীনাং মা খেদং গচ্ছতাধুনৈব মুরলীং বাদয়ন শ্ৰীকৃষ্ণঃ কটাক্ষাব পোষণকারী তথা আশ্চর্য্য শোভাশালী তারুণ্যযুক্ত শৈশব বৈভব দ্বারা আমার লোচন দ্বয়কে শীতল করুন ॥ ২৫ ॥ অতঃপর “সখীগণ মুচ্ছিত প্রায় হইলে, “থিম হইওন।” এই বলুিয়া আশ্বাসকারিণী সখীদের বাক্যই অনুবাদ করিয়া যেন গ্রন্থকর্তা বলিতেছেন ॥ হে সখীগণ ! কালিন্দীর কুবলয়দলতুল্য শুমবর্ণ করুণt. যদুনন্দনঠাকুরের পদ্য । এতেক কহিতে রাই,পুনঃ রহে মোহ পাই, তাহ দেখি সব সখীগণ । অশ্বিাস করিয়া কহে, ধৈর্য্যধুর সর্থী ওহে, কৃষ্ণচন্দ্র আসিবে এখন ॥ - মুরলীবাদন করি, কটাক্ষে তোমারে হেরি, অতিস্থখী করিবে তোমারে। এ রূপ আশ্বাস শুনি, চেতন পাইল৷ ধনি, প্রলাপ করিয়া পুছে তারে ॥ ২৫ ॥ সখি হে ! সত্য মোরে কহ সুনিশ্চয় । কৃষ্ণের কটাক্ষ ধারা, স্থধারম সত্য পারা, কবে জুড়াইবে নেত্রদ্বয় ॥ কবে বা আসিবে হরি, সে কটাক্ষ ভঙ্গী করি, আজি