পাতা:কৃষ্ণকান্তের উইল-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

शबरीकार भीश बीच सिंहहशत्रै; - আসার জন্য সকল বন্দোবস্ত করিয়া রাখিয় আমি পিত্তালগ্নেয়াইব । যত .... “আপনার - - দিন না আমার নূতন বাড়ী প্রস্তুত হয়, তত দিন আমি পিত্রালয়ে বাস করিব। আপনার সঙ্গে আমার ইহজন্মে আর সাক্ষাৎ হুইবার সম্ভাবনা নাই। ইহাতে আমি সন্তুষ্ট-আপনিও BBDS BBB BBB BBB BDS MM MMM MM MMM “আপনার দ্বিতীয় পত্রের প্রতীক্ষায় আমি রহিলাম।” যথাকালে পত্র গোবিন্দলালের হস্তগত হইল- কি ভয়ানক পত্র । এতটুকু কোমলতাও নাই। গোবিন্দলালও লিখিয়াছিলেন, ছয় বৎসরের পর লিখিতেছি, কিন্তু ভ্রমরের পত্রে সে রকমের কথাও একটা নাই। সেই ভ্রমর ! , গোবিন্দলাল পত্র পড়িয়া উত্তর লিখিলেন, “আমি হরিদ্রাগ্রামে যাইব না। যাহাতে এখানে আমার দিনপাত হয়, এইরূপ মাসিক ভিক্ষ আমাকে এইখানে পাঠাইয়া দিও।” ভ্রমর উত্তর করিলেন, “মাস মাস আপনাকে পাচ শত টাকা পাঠাইব । আরও অধিক পাঠাইতে পারি, কিন্তু অধিক টাকা পাঠাইলে তাহা অপব্যয়িত হইবার সম্ভাবনা। আর আমার একটি নিবেদন—বৎসর বৎসর যে উপস্বত্ব জমিতেছে—আপনি এখানে আসিয়া ভোগ করিলে ভাল হয় । আমার জন্য দেশত্যাগ করবেন না-আমার দিন ফুরাইয়া আসিয়াছে।” গোবিন্দলাল কলিকাতাতেই রছিলেন। উভয়েই বুঝিলেন, সেই ভাল । চতুর্দশ পরিচ্ছেদ সপ্তম বৎসর বাস্তবিক ভ্রমরের দিন ফুরাইয়া আসিয়াছিল। অনেক দিন হইতে ভ্রমরের সাংঘাতিব পীড়া চিকিৎসায় উপশমিত ছিল। কিন্তু রোগ আর বড় চিকিৎসা মানিল না। এখন ভ্রম .দিন দিন ক্ষয় হইতে লাগিলেন। অগ্রহায়ণ মাসে ভ্রমর শয্যাশায়িনী হইলেন, আর শয্যাত্যt করিয়া উঠেন না । মাধবীনাথ স্বয়ং আসিয়া নিকটে থাকিয়া নিষ্ফল চিকিৎসা করাইংে লাগিলেন। যামিনী হরিদ্রাগ্রামের বাটতে আসিয়া ভগিনীর শেষ গুঞ্জষা করি;ে লাগিলেন। । 4. . ... " - .