". o, , o, *}. '#', দ্বিতীয় খণ্ড-পঞ্চাশ পরিচ্ছেদ । فالأذ BBB BBB BBBB BBBBB BD DBB BBB DDDDSBBBB BBB DS DD BB DDD DDD BB BBBB BBBSDD DBB BB BDD BBBDDS কোনটা বা ভগ্নাবস্থায় দণ্ডায়মান আছে। প্রমোদভবনের ছাদ ভাঙ্গিয়া গিয়াছে; ঝিলমিল শার্সি কে ভাঙ্গিয়া লইয়া গিয়াছে—মৰ্ম্মরপ্রত্বর সকল কে হৰ্ম্মতল হইতে খুলিয়। তুলিয়া লষ্টয়া গিয়াছে—সে বাগানে আর ফুল ফুটে না-ফল ফলে না—বুৰি মুৰাতাসও আর বয় না । - * একটা ভগ্ন প্রস্তরমূৰ্ত্তির পদতলে গোবিন্দলাল বসিলেন। ক্রমে মধ্যাহ্নকাল উপস্থিত হইল, গোবিন্দলাল সেইখানে বসিয়া রহিলেন। প্রচণ্ড সূর্যাভেজে তাহার মস্তক উত্তপ্ত হইয়৷ উঠিল। কিন্তু গোবিন্দলাল কিছুই অনুভব করিলেন না। র্তাহার প্রাণ যায়। রাত্রি অবধি কেবল ভ্রমর ও রোহিণী ভাবিতেছিলেন। একবার ভ্রমর, তার পর রোহিণী, আবার ভ্রমর, আবার রোহিণী। ভাবিতে ভাবিতে চক্ষে ভ্রমরকে দেখিতে লাগিলেন, সম্মুখে রোহিণীকে দেখিতে লাগিলেন। জগৎ ভ্রমর-রোহিণীময় হইয়া উঠিল। সেই উদ্যানে বসিয়া প্রত্যেক বৃক্ষকে ভ্রমর বলিয়া ভ্রম হইতে লাগিল - প্রত্যেক বৃক্ষচ্ছায়ায় রোহিণী বসিয়া আছে দেখিতে লাগিলেন । এই ভ্রমর দাড়াইয়াছিল—আর নাই—এই রোহিণী আসিল, আবার কোথায় গেল ? প্রতি শব্দে ভ্রমর বা রোহিণীর কণ্ঠ শুনিতে লাগিলেন। ঘাটে স্নানকারীর কথা কহিতেছে, তাহাতে কখনও বোধ হইল ভ্রমর কথা কহিতেছে-কখনও ৰোধ হইতে লাগিল রোহিণী কথা কহিতেছে-কখনও বোধ হইল তাহারা দুই জনে কথোপকথন করিতেছে। শুষ্ক পত্র নড়িতেছে—বোধ হইল ভ্রমর আসিতেছে—বনমধ্যে বন্য, কীটপতঙ্গ নড়িতেছে— বোধ হইল রোহিণী পলাইতেছে L বাতাসে শাখা লিঙেছে—বোধ হইল ভ্রমর নিশ্বাস ত্যাগ করিতেছে—দয়েল ডাকিলে বোধ হইল রোহিণী গান করিতেছে । জগৎ ভ্রময়রোহিণীময় হইল । - বেলা দুই প্রহর-আড়াই প্রহর হইল—গোবিন্দলাল সেইখানে—সেই ভগ্নপুত্তলপদতলে—সেই ভ্রমর-রোহিণীময় জগতে। বেলা তিন প্রহর, সাৰ্দ্ধ তিন প্রহর হইল--অম্লাত । অনাহারী গোবিন্দলাল সেইখানে, সেই ভ্রমর-রোহিণীময় জগতে-ভ্রমর-রোহিণীময় অনলকুণ্ডে । সন্ধ্যা হইল, তথাপি গোবিন্দলালের উত্থান নাই—চৈতন্য নাই। র্তাহার পৌরজনে তাহাকে সমস্ত দিন না দেখিয়া মনে করিয়াছিল, তিনি কলিকাতায় চলিয়া গিয়াছেন, সুতরাং র্তাহার অধিক সন্ধান করে নাই। সেইখানে সন্ধ্যা হইল। কাননে অন্ধকার হইল। আকাশে নক্ষত্র ফুটিল। পৃথিবী নীরব হইল। গোবিন্দলাল সেইখানে। ፄ ፅ
পাতা:কৃষ্ণকান্তের উইল-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১১৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।