পাতা:কৃষ্ণকান্তের উইল-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পাঠভেদ - ১২৩ পূ. ৩৮, পংক্তি ২৪, “মধ্যস্থলে বসিয়া পড়িয়,” এই কথা কয়টির পরে ছিল— নোটগুলির উপর পা রাখিয়া, - পূ. ৩৯, পংক্তি ৮, “কালামুখী রোহিণী উঠিয়া” কথাগুলির পরে ছিল— নোট গুটাইয়া লইয়া, - পৃ. ৩৯, পংক্তি ২১, “পুনর্বার উপস্থিত হইল।” ইহায় পরিবর্তে ছিল— নোট ৱািই। দিল । - পৃ. ৪১, পংক্তি ২০, “কলিকাতায় গিয়া বাস করিতে বলিয়াছিলাম—” এই কথাগুলির পরে ছিল— আমাকে আর দেখিতে না পায়। পৃ. ৪২, পংক্তি ২৪, এই পংক্তির পূৰ্ব্বে ছিল— গোবিন্দলাল, হরলালের হাজার টাকা ডাকে ফেরৎ পাঠাইয়া দিলেন। লিখিয়া দিলেন, আপনি যে জন্য রোহিণীকে টাকা দিয়াছিলেন তাহার ব্যাঘাত ঘটিয়াছে, রোহিণী টাকা ফিরাইয়া দিতেছে। পৃ. ৪৩, পংক্তি ৭, “পাতার গাছের শ্রেণী” স্থলে “পুষ্পবৃক্ষশ্রেণী” ছিল। পৃ. ৪৪, পংক্তি ২১, এই পংক্তির পরে ছিল— আজি গোবিন্দলালের পরীক্ষার দিন। আজ গোবিন্দলাল পিত্তল কি সোণা বুঝা যাইবে। পৃ. ৪৫, পংক্তি ১, “গোবিন্দলাল জানিতেন,” কথা দুইটির পরে ছিল— যাহাকে ডাক্তারের Sylvester's Method বলেন তদদ্বারা নিশ্বাস প্রশ্বাস বাহির করান যাইতে পারে। পৃ. ৪৫, পংক্তি ১৩-১৪, “সেহৈ পারিব না মুনিম৷ ” ইহার স্থলে ছিল— তা হেবে না অবধড় ! পৃ. ৪৫, পংক্তি ১৫-১৬, “শালগ্রামশিলা...করিতে পারিত” এই অংশের পরিবর্তে ছিল— শালগ্রামের উপর পা দিতে বলিত, মালী মুনিবের খাতিরে দিলে দিতে পারিত পূ.৪৫, পংক্তি ১৬, “কটুকি” স্থলে “জগন্নেথে” ছিল। পংক্তি ২১, “ভদরক” কথাটি “ভদরক-অ" এইরূপ ছিল। পৃ. ৪৭, পংক্তি ১২, “তুমি আমায় এবিপদে রক্ষা কর।” এই কথা কয়টির পরে ছিলআমার হৃদয় অবশ হইয়াছে—আমার প্রাণ গেল! রোহিণীর পাপৰূপে আমার হৃদয় ভরিয়া গিয়াছে