প্রথম খণ্ড-দশম পরিচ্ছেদ Հ* গে। আমার বিশ্বাস হইল না যে, রোহিণী চুরি করিতে আসিয়াছিল। তোমার বিশ্বাস হয় ? • ভোমরা বলিল, “না।” - গে। কেন তোমার বিশ্বাস হয় না, আমায় বল দেখি ? লোকে ত বলিতেছে । ভ্ৰ। তোমার কেন বিশ্বাস হয় না, আমায় বল দেখি ? গো । তা সময়ান্তরে বলিব । তোমার বিশ্বাস হইতেছে না কেন, আগে বল । ভ্র । তুমি আগে বল । ১ গোবিন্দলাল হাসিল, বলিল, “তুমি আগে ।” ভ্র। কেন আগে বলিব ? গো । আমার শুনিতে সাধ হইয়াছে । ভ্র । সত্য বলিব ? গো । সত্য বল । ভ্রমর বলি বলি করিয়া বলিতে পারিল না। লজ্জাবনতমুখী হইয়া নীরবে রহিল। গোবিন্দলাল বুঝিলেন । আগেই বুঝিয়াছিলেন। আগেই বুঝিয়াছিলেন বলিয়া এত পীড়াপীড়ি করিয়া জিজ্ঞাসা করিতেছিলেন। রোহিণী যে নিরপরাধিনী, ভ্রমরের তাহা দৃঢ় বিশ্বাস হইয়াছিল। আপনার অস্তিত্বে যত দূর বিশ্বাস, ভ্রমর উহার নির্দোষিতায় তৃত দূর বিশ্বাসৰতী । কিন্তু সে বিশ্বাসের অন্য কোনই কারণ ছিল না—কেবল গোবিন্দলাল বলিয়াছেন যে, “সে নির্দোষী, আমার এইরূপ বিশ্বাস ।” গোবিন্দলালের বিশ্বাসেই ভ্রমরের বিশ্বাস। গেবিন্দলাল তাহা বুঝিয়াছিলেন । ভ্রমরকে চিনিতেন। তাই সে কালো এত ভালবাসিতেন । হাসিয়া গোবিন্দলাল বলিলেন, “আমি বলিব, কেন তুমি রোহিণীর দিকে ?” ভ্র । কেন ? গো । সে তোমায় কালো না বলিয়া উজ্জল শু্যামবর্ণ বলে । ভ্রমর কোপকুটিল কটাক্ষ করিয়া বলিল, “যাও ” গোবিন্দলাল বলিলেন, “যাই।” এই বলিয়া গোবিন্দলাল চলিলেন। •ত্রমর তাহার বসন ধরিল—“কোথা যাও ?” গে। কোথা যাই বল দেখি ? ভ্র । এবার বলিব ?
পাতা:কৃষ্ণকান্তের উইল-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৩৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।