পাতা:কৃষ্ণকান্তের উইল-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম খণ্ড—দ্বাদশ পরিচ্ছেদ も○ ভোমরা বড় অপ্রতিভ হইল। লজ্জায় অধোমুখী হইয়া, ছুটয় সে অঞ্চল হইতে পলাইল। একেবারে পাকশালায় উপস্থিত হইয়া, পিছন হইতে পাচিকার চুল ধরিয়া টানিয়া বলিল, “রাধুনি ঠাকুরবি । রাধতে রাধতে একটি রূপকথা বল না।” এ দিকে গোবিন্দলাল, রোহিণীকে জিজ্ঞাসা করিলেন, “এ বৃত্তান্ত আমাকে সকল বিশেষ করিয়া বলিবে কি ?” বলিবার জন্য রোহিণীর বুক ফাটিয়া যাইতেছিল—কিন্তু যে জাতি জীয়স্তে জ্বলন্ত চিতায় আরোহণ করিত, রোহিণীও সেই জাতীয়া—আর্য্যকন্যা । বলিল, “কৰ্ত্তার কাছে সবিশেষ শুনিয়াছেন ত ।” গো। কৰ্ত্ত বলেন, তুমি জাল উইল রাখিয়া, আসল উইল চুরি করিতে আসিয়াছিলে। তাই কি ? রে। তা নয় । গো। তবে কি ? রো। বলিয়া কি হইবে ? গো। তোমার ভাল হইতে পারে। রো। আপনি বিশ্বাস করিলে ত ? গো। বিশ্বাসযোগ্য কথা হইলে কেন বিশ্বাস করিব না ? রো। বিশ্বাসযোগ্য কথা নহে । - - গে। আমার কাছে কি বিশ্বাসযোগ্য, কি অবিশ্বাসযোগ্য, তাহ আমি জানি, ভূমি জানিবে কি প্রকারে? আমি অবিশ্বাসযোগ্য কথাতেও কখনও কখনও বিশ্বাস করি। রোহিণী মনে মনে বলিল, “নহিলে আমি তোমার জন্যে মরিতে বসিব কেন ? যাই হৌক, আমি ত মরিতে বসিয়াছি, কিন্তু তোমায় একবার পরীক্ষা করিয়া মরিব।” প্রকাশ্বে বলিল, “সে আপনার মহিমা। কিন্তু আপনাকে এ দুঃখের কাহিনী বলিয়াই বা কি হইবে ?” -- - - গো। যদি আমি তোমার কোন উপকার করিতে পারি। - রে। কি উপকার করিবেন ? গোবিন্দলাল ভাবিলেন, “ইহার যোড়া নাই। যাই হউক, এ কাতরা—ইহাকে । সহজে পরিত্যাগ করা নহে।” প্রকাণ্ডে বলিলেন, “যদি পারি, কৰ্ত্তাকে অনুরোধ করিব । তিনি তোমায় ত্যাগ করিবেন।” রে। আর যদি আপনি অনুরোধ না করেন, তবে তিনি আমায় কি করিবেন ?