পাতা:কৃষ্ণকান্তের উইল-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8% কৃষ্ণকাম্ভের উইল গোবিন্দ্রলাল অধোবন হইলেন। স্পষ্ট করিয়া কোন কথা বলিবার তিনি কে? । রোহিণী তখন চক্ষের জল লুকাইয়া মুছিতে মুছতে গৃহে ফিরিয়া গেল। গোবিন লাল নিতান্ত দুঃখিত হইয়া ভাবিতে লাগিলেন। তখন ভোমরা নাচিতে নাচিতে সেখানে আসিয়া উপস্থিত হইল। বলিল, “ভাৰছ কি ?” গো । বল দেখি ? ভ্র । আমার কালো রূপ। গো । ইঃ– ভোমরা ঘোরতর কোপাবিষ্ট হইয়া বলিল, “সে কি ? আমায় ভাবছ না? আমি ছাড়া, পৃথিবীতে তোমার অন্য চিন্তা আছে ?” - - গো। আছে না ত কি ? সৰ্ব্বে সৰ্ব্বময়ী আর কি ! আমি অন্ত মানুষ ভারতেছি। ভ্রমর তখন গোবিন্দ্রলালের গলা জড়াইয়া ধরিয়া,মুখচুম্বন করিয়া, আদরে গলিয়া গিয়া, আধো আধো, মৃদু মৃদ্ধ হাসিমাখা স্বরে জিজ্ঞাসা করিল,”অন্ম মানুষ-কাকে ভাবছ বল না ?” গো । তুমি রাগ করবে। ভ্র । করি করবো—বল না । গো । যাও, দেখ গিয়া সকলের খাওয়া হলো কি না। ভ্র। দেখবো এখন—বল না কে মানুষ ? গে। সিয়াকুল কাটা রোহিণীকে ভাবছিলাম। ভ্র। কেন রোহিণীকে ভাবছিলে ? & গো। তা কি জানি ? প্র | জান— বল না । গো। মানুষ কি মানুষকে ভাবে না ? ভ্ৰ। না। যে যাকে ভাল বাসে, সে তাকেই ভাবে, আমি তোমাকে उदि-छूमि আমাকে ভাব । - গে। তবে আমি রোহিণীকে ভাল বাসি। ভ্র। মিছে কথা—তুমি আমাকে ভাল বাস—আর কাকেও তোমার ভাল বাসতে নাই—কেন রোহিণীকে ভাবছিলে বল না ?