পাতা:কৃষ্ণকান্তের উইল-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভ্র । না। । গো । বিধবাকে মাছ খাইতে নাই, তবু তারিণীর মা মাছ খায় কেন ? : ভ্র। তার পোড়ার মূখ-যা করতে নাই, তাই করে । । গে। আমারও পোড়ার মুখ, যা করতে নাই, তাই করি। রোহিণীকে ভাল বাসি। ধা করিয়া গোবিন্দলালের গালে ভোমরা এক ঠোন মারিল। ড্র রাগ করিয়া বলিল, “আমি শ্ৰীমতী ভোমরা দাসী—আমার সাক্ষাতে মিছে কথা ?” । গোবিন্দলাল হারি মানিল । ভ্রমরের স্কন্ধে হস্ত আরোপিত করিয়া, প্রফুল্লনীলোৎপলদলতুল্য মধুরিমাময় তাহার মুখমণ্ডল স্বকরপল্লবে গ্রহণ করিয়া, মৃন্থ মৃত্ব অথচ গম্ভীর, কাতর কণ্ঠে গোবিন্দলাল বলিল, “মিছে কথাই ভোমরা। আমি রোহিণীকে ভাল বাসি না। রোহিণী আমায় ভাল বাসে।” . . . . . . . . . . . তীব্র বেগে গোবিন্দ্রলালের হাত হইতে মুখমণ্ডল মুক্ত করিয়া, ভোমরা রে গিয়া । দাড়াইল। স্থাপাইতে স্থাপাইতে বলিতে লাগিল,“—আবাণী-পোড়ারমুখী-বাদী মরুক ! মরুক ! মরুক। মরুক ! মরুক ” গোবিন্দলাল হাসিয়া বলিলেন, “এখনই এত গালি কেন ? তোমার সাত রাজার। এক মাণিক এখনও ত কেড়ে নেয় নি।” - ভোমরা একটু অপ্রতিভ হইয়া বলিল, “দূর, তা কেন—ত কি পারে—তা মাগী তোমার সাক্ষাতে বলিল কেন ?” গে। ঠিক ভোমরা—বলা তাহার উচিত ছিল না—তাই ভাবিতেছিলাম। আমি তাহাকে বাস উঠাইয়া কলিকাতায় গিয়া বাস করিতে বলিয়াছিলাম-খরচ পর্যন্ত দিতে ভো। তার পর ? - গো । তর পর, সে রাজি হইল না। ভো। ভাল, আমি তাকে একটা পরামর্শ দিতে পারি ? গো। পার, কিন্তু আমি পরামর্শটা শুনিব। - ; 6ख्छ । ¢aनंॉमी.) - o এই বলিয়া ভোমরা "কীরি। ক্ষৗরি ”. করিয়া এক জন চাকরাণীকে ডাকিল। - وا

  • -