প্রথম খণ্ড-অষ্টাদশ পরিচ্ছেদ . sa “চিরকাল ধরিয়া,sেদণ্ডে,পলেপলে রাত্রিদিন মরার অপেক্ষ একেবারে মুর ভাল।" | রো। রাত্রিদিন দারুণ তৃষ্ণ, হৃদয় পুড়িতেছে—সম্মুখেই শীতল জল, কিন্তু ইহজন্ধে সে জল স্পশ করিতে পারিন না। আশাও নাই। : রাখিয়া আসি।” ੰ . . . . রোহিণী বলিল, “না, আমি একাই যাইব ।” । গোবিন্দ্রলাল বুঝিলেন, আপত্তিটা কি। গোবিন্দলাল আর কিছু বলিলেন না। । রোহিণী একাই গেল । l তখন গোবিন্দলাল, সেই বিজন কক্ষমধ্যে সহসা ভূপতিত হইয়া ধূল্যবলুষ্ঠিত হইয় রোদন করিতে লাগিলেন । মাটিতে মুখ লুকাইয়া, দরবিগলিত লোচনে ডাকিতে লাগিলেন, “হা নাথ ! নাথ! তুমি আমায় এ বিপদে রক্ষা কর!—তুমি বল না দিলে, কাহার বলে আমি এ বিপদ হইতে উদ্ধার পাঙ্ক ?—আমি মরিব—ভমর মরিবে। তুমি এই চিত্তে বিরাজ করিও—আমি তোমার বলে আত্মজয় করিব।” - অষ্টাদশ পরিচ্ছেদ । - গোবিন্দলাল গৃহে প্রত্যাগমন করিলে, ভ্রমর জিজ্ঞাসা করিল,”আজি এত রাত্রি পর্য্যস্ত বাগানে ছিলে কেন ?” গো । কেন জিজ্ঞাসা করিতেছ ? অার কখনও কি থাকি না ? ভ্র । থাক—কিন্তু আজি তোমার মুখ দেখিয়া, তোমার কথার আওয়াজে বোধ হইতেছে, আজি কিছু হইয়াছে । গো । কি হইয়াছে ? ভ্র । কি হইয়াছে, তাহা তুমি না বলিলে আমি কি প্রকারে বলিব ? আমি কি সেখানে ছিলাম ? গো। কেন, সেটা মুখ দেখিয়৷ বলিতে পার না ? ভ্র । তামাসা রাখ। কথাটা ভাল কথা নহে, সেটা মুখ দেখিয়া বলিতে পারিতেছি। —আমায় বল, আমার প্রাণ বড় কাতর হইতেছে । o o
পাতা:কৃষ্ণকান্তের উইল-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৫৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।