や8 কৃষ্ণকাস্তের উইল অতএব যে বড় হাঙ্গামার আশঙ্ক ছিল, সেটা গোলমালে মিটিয়া গেল। দুই জনেই তাহা বুঝিল । হুই জনেই মনে মনে স্থির করিল যে, যখন প্রথম দেখায় কোন কথাই হুইল না, তবে আর গোলযোগ করিয়া কাজ নাই—গোলযোগের এ সময় নহে ; মানে মানে । কৃষ্ণকাস্তের শ্ৰাদ্ধ সম্পন্ন হইয়া যাক—তাহার পরে যাহার মনে যা থাকে, তাহা হইবে। তাই ভাবিয়া গোবিন্দলাল, একদা উপযুক্ত সময় বুঝিয়া ভ্রমরকে বলিয়া রাখিলেন,"ভ্রমর, তোমার সঙ্গে আমার কয়েকটি কথা আছে। কথাগুলি বলিতে আমার বুক ফাটিয়া যাইবে । পিতৃশোকের অধিক যে শোক, আমি সেই শোকে এক্ষণে কাতর। এখন আমি সে সকল কথা তোমায় বলিতে পারি না ; শ্রাদ্ধের পর যাহা বলিবার আছে, তাহ বলিব। ইহার মধ্যে সে সকল কথার কোন প্রসঙ্গে কাজ নাই ।” ভ্রমর, অতি কষ্টে নয়নাশ্ৰ সম্বরণ করিয়া বালাপরিচিত দেবতা, কালী, তুর্গা, শিব, হরি স্মরণ করিয়া বলিল, “আমারও কিছু বলিবার আছে। তোমার যখন অবকাশ হইবে, জিজ্ঞাসা করিও ।” আর কোন কথা হইল না । দিন যেমন কাটিত, তেমনি কাটিতে লাগিল—দেখিতে, তেমনি দিন কাটিতে লাগিল ; দাস দাসী, গৃহিণী, পৌরস্ত্রী, আত্মীয় স্বজন কেহ জানিতে পারিল ন যে, আকাশে মেঘ উঠিয়াছে, কুসুমে কীট প্রবেশ করিয়াছে, এ চার প্রেমপ্রতিমায় ঘুণ লাগিয়াছে। কিন্তু ঘুণ লাগিয়াছে ত সত্য । যাহা ছিল, তাহা আর নাই। যে হাসি ছিল, সে হাসি আর নাই। ভ্রমর কি হাসে না ? গোবিন্দলাল, কি হাসে না ? হাসে, কিন্তু সে হাসি আর নাই। নয়নে নয়নে মিলিতে মিলিতে যে হাসি আপনি উছলিয়৷ উঠে, সে হাসি আর নাই ; যে হাসি আধ হাসি আধ গ্ৰীতি, সে হাসি আর নাই ; যে হাসি অৰ্দ্ধেক বলে, সংসার সুখময়, অৰ্দ্ধেক বলে, স্বখের আকাঙ্ক্ষা পূরিল না—সে হাসি আর নাই। সে চাহনি নাই --যে চাহনি দেখিয়া ভ্রমর ভাবিত, "এত রূপ !”—যে চাহনি দেখিয়া গোবিন্দলাল ভাবিত, “এত গুণ ” সে চাহনি আর নাই। যে চাহনিতে গোবিন্দলালের স্নেহপূর্ণ স্থিরদৃষ্টি প্রমত্ত চক্ষু দেখিয়া ভ্রমর ভাবিত, বুঝি এ সমুদ্র আমার ইহজীবনে আমি সাতার দিয়া পার হইতে পারিব না,—যে চাহনি দেখিয়া, গোবিন্দলাল ভাবিয়া ভাবিয়া, এ সংসার সকল ভুলিয়। যাইত, সে চাহনি আর নাই । সে সকল প্রিয় সম্বোধন আর নাই—সে “ভ্রমর,” “ভোমরা”, “ভোমর”, “ভোম”,“ভূমরি”, “ভূমি” “ভূম”, “ভেট্ ভো”—সে সব নিত্য নূতন, নিত্য স্নেহপূর্ণ, রঙ্গপুণ, মুখপূর্ণ সম্বোধন আর নাই । সে কালো, কালা, কালার্চাদ, কেলেসোণ, কালোমাণিক, কালিন্দী, কালীয়ে—সে প্রিয়সম্বোধন আর নাই । সে ও, ওগো, ওহে, ওলো,—সে
পাতা:কৃষ্ণকান্তের উইল-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৭০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।