প্রথম খ গু—উনবিংশ পরিচ্ছেদ ఆసి মুমতি। যদি সে যাহা ভাবিয়াছিল, তাহাতে তাহার দৃঢ় বিশ্বাস হইয়া থাকে, তবে সে সঙ্গত কাজই করিয়াছে। স্বামী পরদারনিরত হইলে নারীদেহ ধারণ করিয়া কে রাগ না করিবে ? * কুমতি । সেই বিশ্বাসই তাহার ভ্রম—আর দোষ কি ? মুমতি । এ কথা কি তাহাকে একবার জিজ্ঞাসা করিয়াছ ? কুমতি। না। সুমতি। তুমি না জিজ্ঞাসা করিয়া রাগ করিতেচ্ছ, আর ভ্রমর নিতান্ত বালিক, না জিজ্ঞাসা করিয়া রাগ করিয়াছিল বলিয়া এত হাঙ্গাম ? সে সব কাজের কথা নহে—আসল রাগের কারণ কি বলিব ? কুমতি । কি বল না ? সুমতি । আসল কথা রোহিণী। রোহিণীতে প্রাণ পড়িয়াছে—তাই আর কালো ভোমরা ভাল লাগে না । কুমতি । এত কাল ভোমরা ভাল লাগিল কিসে? সুমতি । এত কাল রোহিণী জোটে নাই। এক দিনে কোন কিছু ঘটে না । সময়ে সকল উপস্থিত হয়। আজ রৌদ্রে ফাটিতেছে বলিয়া কাল দুৰ্দ্দিন হইবে না কেন ? শুধু কি তাই—আরও আছে! কুমতি । আর কি ? স্বমতি। কৃষ্ণকাস্তের উইল। বুড় মনে মনে জানিত, ভ্রমরকে বিষয় দিয়া গেলে— · বিষয় তোমারই রহিল। ইহাও জানিত যে, ভ্রমর এক মাসের মধ্যে তোমাকে উহ লিখিয়া দিবে। কিন্তু আপাততঃ তোমাকে একটু কুপথগামী দেখিয় তোমার চরিত্ৰশোধন জন্য তোমাকে ভ্রমরের আঁচলে র্বাধিয়া দিয়া গেল। তুমি অতটা না বুঝিয়া ভ্রমরের উপর রাগিয়া উঠিয়াছ i * . . . . . . কুমতি । তা সত্যই। আমি কি স্ত্রীর মাসহরা খাইব না কি ? সুমতি । তোমার বিষয়, তুমি কেন ভ্রমরের কাছে লিখিয়ালও না ? কুমতি। স্ত্রীর দানে দিনপাত করিব ? মুমতি। আরে বাপ রে ! কি পুরুষসিংহ। তবে ভ্রমরের সঙ্গে মোকদ্দমা করিয়া ডিক্ৰী করিয়ালও না—তোমার পৈতৃক বিষয় বটে। ৷ কুমতি। স্ত্রীর সঙ্গে মোকদ্দমা করিব ? ?
পাতা:কৃষ্ণকান্তের উইল-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৭৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।