পাতা:কৃষ্ণকান্তের উইল-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* bro কৃষ্ণকান্তের উইল মাধবীনাথ কিছু বিপদে পড়িলেন -পোষ্ট বাবু ত বলিলেন "বস্থান" কিন্তু डिः বলেন কোথা—বাবু খোদ এক অতি প্রাচীন ত্রিপাদমাত্রাবশিষ্ট চেকিতে বসিয়া আছেনতাহা ভিন্ন আর আসন কোথাও নাই। তখন সেই পোষ্ট মাষ্টার বাবুর সাত আনা, হরিদাস পিয়াদ-একটা ভাঙ্গ টুলের উপর হইতে রাশিখানি ছেড়া বহি নামাইয়া রাখিয়া মাধবীনাথকে বসিতে দিল। মাধবীনাথ বসিয়া তাহার প্রতি দৃষ্টি করিয়া বলিলেন, “কি হে বাপু, কেমন আছ ? তোমাকে দেখিয়াছি না ?” পিয়াদা। আজ্ঞা, আমি চিঠি বিলি করিয়া থাকি । মাধবী। তাই চিনিতেছি। এক ছিলিম তামুক সাজ দেখি– মাধবীনাথ গ্রামান্তরের লোক, তিনি কখনই হরিদাস বৈরাগী পিয়াদাকে দেখেন নাই এবং বৈরাগী বাবাজিও কখনও তাহাকে দেখেন নাই। বাবাজি মনে করিলেন—বাবুটা রকমসই বটে, চাহিলে কোন না চারি গণ্ড বকশিষ দিবে। এই ভাবিয়া হরিদাস হু’কার তল্লাসে ধাবিত হইলেন । মাধবীনাথ আদে তামাকু খান না—কেবল হরিদাস বাবাজিকে বিদায় করিবার জন্য তামাকুর ফরমায়েস্ করিলেন। পিয়াদা মহাশয় স্থানান্তরে গমন করিলে, মাধবীনাথ পোষ্ট মাষ্টার বাবুকে বলিলেন, “আপনার কাছে একটা কথা জিজ্ঞাসা করার জন্য আসা হইয়াছে।” পোষ্ট মাষ্টার বাবু মনে মনে একটু হাসিলেন। তিনি বঙ্গদেশীয়–নিবাস বিক্রমপুর। অন্য দিকে যেমন নিৰ্ব্বোধ হউন না কেন—আপনার কাজ বুঝিতে স্বচ্যগ্রবুদ্ধি। বুঝিলেন যে, বাবুটি কোন বিষয়ের সন্ধানে আসিয়াছেন। বলিলেন, “কি কথা মহাশয় ?” মাধ। ব্ৰহ্মানন্দকে আপনি চিনেন ? পোষ্ট। চিনি না—চিনি—ভাল চিনি না। - মাধবীনাথ বুঝিলেন, অবতার নিজমূৰ্ত্তি ধারণ করিবার উপক্রম করিতেছে। বলিলেন, “আপনার ডাকঘরে ব্রহ্মানন্দ ঘোষের নামে কোন পত্রাদি আসিয়া থাকে ?” পোষ্ট্র। আপনার সঙ্গে ব্ৰহ্মানন্দ ঘোষের আলাপ নাই ? মাধ। থাক বা না থাক, কথাটা জিজ্ঞাসা করিতে আপনার কাছে আসিয়াছি। পেষ্ট মাষ্টার বাবু তখন আপনার উচ্চ পদ এবং ডিপুটি অভিধান স্মরণপূর্বক অতিশয় গম্ভীর হইয়া ৰসিলেন, এবং অল্প রুষ্টভাবে বলিলেন, "ডাকঘরের খবর আমাদের বলিতে বারণ আছে।” ইহা বলিয়া পোষ্ট মাষ্টার নীরবে চিঠি ওজন করিতে লাগিলেন।