দ্বিতীয় খণ্ড-তৃতীয় পরিচ্ছেদ - br) মাধবীনাথ মনে মনে হাসিতে লাগিলেন ; প্রকাশ্বে বলিলেন, "ওহে বাপু, তুমি ត្រុំ কথা কবে না, তা জানি। সে জন্য কিছু সঙ্গেও আনিয়াছি—কিছু দিয়া যটির –এখন যা যা জিজ্ঞাসা করি, ঠিক ঠিক বল দেখি—” তখন, পোষ্ট্র বাবু হর্ষোৎফুল্ল বদনে বলিলেন, “কি কন ?” ম। কষ্ট এই, ব্ৰহ্মানদের নামে কোন চিঠি পত্র ডাকঘরে আসিয়া থাকে ? পো । অাসে । O ম। কত দিন অস্তর ? : পোষ্ট । যে কথাটি বলিয়া দিলাম, তাহার এখনও টাকা পাই নাই। আগে তার টাকা বাহির করুন ; তবে নূতন কথা জিজ্ঞাসা করিবেন। মাধবীনাথের ইচ্ছা ছিল, পোষ্ট মাষ্টারকে কিছু দিয়া যান। কিন্তু তাহার চরিত্রে বড় বিরক্ত হইয়া উঠিলেন—বলিলেন, “বাপু, তুমি ত বিদেশী মানুষ দেখছি—আমায় চেন কি ?” পোষ্ট্র মাষ্টার মাথা নাড়িয়া বলিলেন, “না। তা আপনি যেই হউন না কেন—আমরা কি পোষ্ট আপিসের খবর যাকে তাকে বলি ? কে তুমি ?” ম। আমার নাম মাধবীনাথ সরকার-বাড়ী রাজগ্রাম। আমার পাল্লায় কত লাঠিয়াল আছে খবর রাখ ? - পোষ্ট বাবুর ভয় হইল—মাধবী বাবুর নাম ও দোর্দণ্ড প্রতাপ গুনিয়াছিলেন। পোষ্ট বাবু একটু চুপ করিলেন। মাধবীনাথ বলিতে লাগিলেন, “আমি যাহা তোমায় জিজ্ঞাসা করি—সত্য সত্য জবাব দাও । কিছু তঞ্চক করিও না । করিলে তোমায় কিছু দিব না—এক পয়সাও নহে। কিন্তু যদি না বল, মিছ বল, তবে তোমার ঘরে আগুন দিব, তোমার ডাকঘর লুঠ করিব ; আদালতে প্রমাণ করাইব যে তুমি নিজে লোক দিয়া সরকারি টাকা অপহরণ করিয়াছ-- কেমন, এখন বলিবে ?” - পোষ্ট বাবু থরহরি কঁাপিতে লাগিলেন—বলিলেন, “আপনি রাগ করেন কেন ? আমি ত আপনাকে চিনিতাম না, বাজে লোক মনে করিয়াই ওরূ বলিয়াছিলাম—আপনি যখন আসিয়াছেন, তখন যাহা জিজ্ঞাসা করিবেন, তাহ বলিব o ম। কত দিন অন্তর ব্রহ্মানন্দের.চিঠি আসে ? ' পোষ্ট । প্রায় মাসে মাসে—ঠিক ঠাওর নাই । । ম। তবে রেজিষ্টরি হইয়াই চিঠি আসে ? ' > *
পাতা:কৃষ্ণকান্তের উইল-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৮৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।