পাতা:কৈকেয়ী - রামদয়াল মজুমদার.djvu/১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

________________

কৈকেয়ী।




----


====

কত মধুর! রামের এই গুণ ছিল। তিনি “মধুরভাষী। স্মিতপূৰ্বভাষী প্রিয়ংবদ।* আর তিনি যখন কথা কহিতেন তখনই ঈষংহাস্য সহকারে বলিতেন, ‘স্মিতপূৰ্বাভিভাষী। তিনি কখন দর্প করিতেন না ন চ দৃপ্তে ন মংসরী।” তিনি ত নিজে “মৃদুপূৰ্ব্বং চ ভাষতে” কিন্তু যদি কেহ পরুষ বাক্য বলিত তাহার কোন উত্তর দিতেন না। যদি কেহ তাহার কিঞ্চিৎ উপকারও করিত, তাহাতেই তিনি পরম পরিতুষ্ট হইতেন; আর শত শত অপকার করিলেও তাহা মনে করিতেন না। রাম বধ্যদিগকে নিয়মানুসারে বধ করিতেন। কখন মিথ্যা কথা কহিতেন —ন বিরুদ্ধকথারুচিঃ বিরুদ্ধ কথা শুনিতে তাহার রুচি ছিল না, আর তিনি দীনানুকম্পী ছিলেন। সমস্ত গুণের আধার হইলে ও রামের বিনয় আমাদের বড়ই ভাল লাগে। এই অবিনয়ের দিনে বুঝি সকলেরই এই বিনষ্ট শিক্ষা করা উচিত। রাম করযােড়ে পিতার নিকট গমন করিয়া স্বীয় নাম কীৰ্ত্তন পূর্বক ভূমিলুণ্ঠিত হইয়া পিতার চরণ বন্দনা করিলেন। প্রণামান্তে বদ্ধাঞ্জলি হইয়া পার্শ্বদেশে দণ্ডায়মান রহিলেন। রাজা প্রিয়পুত্রের হস্ত ধারণ করিয়া তাহাকে নিকটে আনিলেন এবং আপনার পার্শে মণিকাঞ্চনভূষিত মনােহর আসনে উপবেশন করিতে আদেশ করিলেন। রাম রাজা ইই-ইতেছেন, দশরথ রামকে কিছু