পাতা:কৈকেয়ী - রামদয়াল মজুমদার.djvu/১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

________________

কৈকেয়ী। শীঘ্র শীঘ্র সমস্ত আয়ােজন হইয়া গেল। রাজা দশরথ তখন পুরােহিত ভগবান্ বশিষ্ঠকে আহ্বান করিলেন, বলিলেন ‘আপনি রামকে নির্বিঘ্নে রাজ্যলাভাৰ্থ পত্নীর সহিত উপবাসে প্রবৃত্ত করুন। ভগবান বশিষ্ঠ তাহাই করিয়া রাজাকে সংবাদ দিলেন। রাজা অন্তঃপুরে এক্ষণে কৈকেয়ীর ভবনে আগমন করিবেন ইচ্ছা করিলেন। আর কৈকেয়ীর পিতৃদত্ত দাসী মন্থরা চন্দ্ৰতুল্য কমণীয় প্রাসাদের উপরে আরােহন করিয়া যাহা দেখিল তাহাই কৈকেয়ীর নিকট বলিতে আসিল।

  • *
  • *

• অসৎসঙ্গ। মন্থরা ও কৈকেয়ী। আমরা কৈকেয়ীর অপরাধের কথা বলিতেছিলাম। কৈকেয়ী দারুণ অপরাধ করিয়াছিল। কৈকেয়ীর অপরাধ! সে অপরাধেরও ক্ষমা ছিল—আর তােমার আমার অপরাধের ক্ষমা হইবে না! কৈকেয়ীর অপরাধের কি সীমা ছিল ? কৈকেয়ী রামকে বনে দিয়াছিল। অথচ কৈকেয়ী চিরদিন ত রাক্ষসী ছিল না। কৈকেয়ী রামকে বড়ই ভালবাসিত, রামের মধুর মা সম্বােধনে কৈকেয়ী আত্মহারা হইত। মন্থরা কৈকেয়ীর পিতৃদত্ত দাসী। সর্বদা কৈকেয়ীর নিকটে থাকিত। কেহই তাহার মাতা পিতা ও জন্ম ভূমির বিবরণ। অবগত ছিল না। যখন কৈকেয়ী মন্থরার মুখে রামাভিযেকের কথা প্রথম শুনিলজো নিতান্ত পরুষবাক্যে ...