পাতা:কৈকেয়ী - রামদয়াল মজুমদার.djvu/১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

________________

কৈকেয়ী । ১১ সম্বােধন করিয়া যখন রামাভিষেকের সংবাদ দিল, বলিল, “কিং শেষে দুর্ভগে মূঢ়ে মহদ্ভয়মুপস্থিত। ন জানীযেংতিসৌন্দৰ্যমানিনি মন্ত্রগামিনি” । রে সৌন্দৰ্য্যগরবিণি ! রে মহুগামিনি! রে দুর্ভাগে ! রে মূঢ়ে! তোমার সৰ্ব্বনাশের সময় উপস্থিত হইয়াছে, তুমি কি কিছুই জানিতে পারিতেছ না? তুমি কিরূপে নিশ্চিন্ত হইয়া শয়ন করিয়া আছ? তুমি কি শুনিতেছ অযোধ্যায় এই উৎসব কিসের জন্য ? কেন ধ্বজ-পতাকা এই নগরীকে সলঙ্কত করিতেছে--“রাম নুগ্রহদ্রাজ্ঞঃ শ্বেহভিষেকে। ভবিষ্যতি”। রাজা প্রভা তেই রামকে যৌবরাজ্যে অভিষিক্ত করিবেন। সরলহৃদয়া সুশীলা কৈকেয়ী মন্থরার কঠিন বাক্য অগ্রাহ্য করিলেন; পরুষ বাক্যে ক্ষুণ্ণ হইলেন না, পরন্তু রামের নাম শুনিয়া, রাম ২াজা হইবেন শুনিয়া, প্রিয়বাদিনী কৈকেয়ী সহসা শ্যা হইতে উত্থান করিলেন, আকস্মিক রামাভিষেক সংবাদে বিস্মিত ও আনন্দোৎফুল্লা হইয়া শরৎকালীন চন্দ্রকলার মত প্রকাশমানা হইলেন। কুজাকে দিব্য আভরণ প্রদান করিলেন—বলিলেন ‘মন্থরে ! তুমি। আমাকে এই প্রিয় সংবাদ দিলে, এই প্রিয় বিবরণ আমার নিকট কীৰ্ত্তন করিলে, আরও পুরস্কার তােমায় দিলে মার সন্তোষতেছে না। মন্থরে, তুমি জান