পাতা:কৈকেয়ী - রামদয়াল মজুমদার.djvu/১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

________________

১২ ১২ কৈকেয়ী। কৈকেয়ী। , না আমার রাম ও আমার ভরত উভয়েই সমান “রামেবা ভরতেবাহহং বিশেষং নােপলক্ষয়ে।” তুমি যে অমৃতময় প্রিয় সংবাদ দিলে ততােধিক প্রিয় আমার আর কিছুই নাই। তুমি যাহা প্রার্থনা করিবে, আমি তােমায় তাহাই দিব। | মন্থরার মুখে ক্রোধ ও বিরক্তির চিহু দেখিয়া কৈকেয়ী প্রথমে কিছুই বুঝিল না। কৈকেয়ী বলিতে লাগিল “হর্ষস্থানে কিমিতি মে কখতে ভয়মাগত” প্রীতি স্থানে আজ তােমার ভীতি কেন আসিল ? প্রিয়বানী রাম যে ভরত অপেক্ষা আমার প্রিয়কারী “ভরতাদধিকে রামঃ প্রিয়কৃন্মে প্রিয়ংবদ। বাম যে আমায় কৌশল্যার সমান ভাবিয়া সদা শুশ্রুষা করে। রে মূঢ়! “রামাদ্ভয়ং কিমাপন্নং তব মূঢ়ে বদস্ব মে” বল দেখি রাম হইতে কেন তােমার ভয় আসিল ?” কারণবৈরিণী কুজা এখন সরলহৃদয়া রাজকন্যার প্রাণে বিষ ঢালিতে লাগিল। রাজা তােমায় মুখে আদর করেন, কিন্তু তিনি কৌশল্যার। মন্থরা বহু কথা কহিলরাম অভিষেক কালে ভরতকে সংবাদ দিলেন না কেন? তুমি বুঝিতেছ না রাজা কত কৌশল খেলিতেছেন, রাজা তোমায় ত ভালবাসেন না। ভাল বাসিলে কি এত প্রতারণা থাকিত ? কি! ভালবাসায় প্রতার?" কৈকেয়ী রাজাকে