পাতা:কৈকেয়ী - রামদয়াল মজুমদার.djvu/২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

________________

কৈকেয়ী। ১৫ • JoyBot (আলাপ)-=-=


পরামর্শ দেয় সেই কুজ।। হায়! হিন্দু আজ এ কথা ভুলিয়া গিয়াছে! কৈকেয়ীর মত কুজাকে বড়ই ভাল দেখিতেছে, কুজাকে বড়ই আদর করিতেছে। | কৈকেয়ী কুজার কত সৌন্দৰ্য্য দেখিয়াছিল, বলিয়াছিল “কুতন্তে বুদ্ধিরীদৃশী” “এবং ত্বাং বুদ্ধিসম্পন্নাং ন জানে বক্রসুন্দরি।” তুমি কুজা, হউক তােমার স্থগু কুঁজ), বক্র সুন্দরি, তােমার বুদ্ধির ত তুলনা নাই। কুজে, তুমি আমার হিতৈষিণী। তুমি বলিয়া দিলে বলিয়াই না। আজ আমি রাজার প্রতারণা জানিতে পারিলাম। পৃণিব্যামসি কুজানামুত্তমা বুজিনিশ্চয়ে। ত্বমেব তু যথার্থেযু নিত্যযুক্ত। হিতৈষিণী । পৃথিবীতে বিকলাঙ্গ অশুভদৰ্শনা অনেক কুজা আছে “সন্তি দুঃসংস্থিতাঃ কুজা বাঃ পরমপাপিকাঃ” কিন্তু তুমি বায়ুভরে অবনত কমলিনীর ন্যায় অতি প্রিয়দর্শনা। “ত্বং পদ্মমিব বাতেন সন্নতা প্রিয়দর্শনা।” বুদ্ধি বিকৃত হইলে কুরূপই সুরূপ মত দেখায়। কৈকেয়ী কুজার প্রতি অঙ্গের প্রশংসা করিল। তােমার সর্ব অঙ্গে আমি সৌন্দৰ্য্য দেখিতেছি। আর তােমার ঐ রথচক্রের ন্যায় আয়ত স্থও (কুঁজ) আমি দেখিতেছি উহাতে নানাবিধ মতি, ক্ষত্রবিদ্যা সকল ও নানা প্রকার মায়া রহিয়াছে। রাম বনে গেলে আমি তােমার স্কুণ্ড হিরন্ময়ী মালা দিয়া সাজাইয়া দিব। “বিমলেন্দুসুমব মহোঁতি মন্থরে”“চন্দ্রমাত্ময় মানেন