পাতা:কৈকেয়ী - রামদয়াল মজুমদার.djvu/২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

________________

কৈকেয়ী।

=

নিজের মৃত্যু যে অবশ্যম্ভাবী তাহাও বুঝাইলেন কিন্তু কে শুনিবে সে কথা ? রাজার আর অনুনয় বিনয় বাহির হইল না। রাজা ভৎসনা করিতে লাগিলেন, ভয় দেখাইতে লাগিলেন। “এখনই রাত্রি প্রভাত হইবে, এখনই বশিষ্ঠাদি গুরুজনেরা আমাকে রামের অভিষেকাৰ্থ সঙ্কর করবেন। রে পাপাচারে! যদি তুই অভিষেকের ব্যাঘাত করি, তবে নিশ্চয়ই আমার মৃত্যু ঘটিবে।” কৈকেয়ী কোন কথাই শুনিল না, কৈকেয়ীর কোন ভয় নাই। রাজা আবার বলিলেন 'অগ্নিসমক্ষে মন্ত্রোচ্চারণ করিয়া তোর যে হস্ত ধারণ করিয়াছি, তাহা ত্যাগ করিলাম, তাের গর্ভের সন্তানকে পরিত্যাগ করিলাম; তথাপি কৈকেয়ীর ভ্রুক্ষেপ নাই। | দেখিতে দেখিতে চন্দ্রনক্ষত্রমালিনী পুণ্যা রজনী বিগত হইল। অরুণােদয় কালে সূত মাগধ প্রভৃতি স্তুতিপাঠকবর্গা রাজার নিদ্রাভঙ্গসূচক বন্দনা আরম্ভ করিল। কৈকেয়ী পরুষ বাক্যে তাহাদিগকে তাড়াইয়া দিল। সূৰ্য্য উদিত হইলেন। পুষ্যানক্ষত্রযুক্ত পুণ্য মুহুর্ত উপস্থিত হইল। ভগবান্ বশিষ্ঠ অন্তঃপুরের মধ্যকক্ষে প্রবেশ করিলেন। সেখানে অভিষেকের দ্রব্যসম্ভার আহৃত হইয়াছে। যেমন যেমন বশিষ্ঠ আজ্ঞা করিয়াছিলেন, সমস্তই সেইরূপ দৃষ্ট হইতেছে। | সে রাত্রিতে পৌরজনপদবর্গ মি নাই। সকলেই