পাতা:কৈকেয়ী - রামদয়াল মজুমদার.djvu/৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

________________

কৈকেয়ী । জানিয়া অগ্রে কাৰ্য্য করিয়া রাখে সেই উত্তম পুত্র। আর-- “উক্ত করােতি যঃ পুঃ স মধ্যম উদাহৃতঃ”। আর পিতা বলিবামাত্র যে তৎক্ষণাৎ সেই কাৰ্য্য করে, সে মধ্যম। কিন্তু উক্তোহপি কুরুতে নৈব স পুত্রে মল উচ্যতে”। পিতা আজ্ঞা করিলেও যে করে না, সে পুত্র নহে পিতার মল মাত্র। মা ! আমি ইহা জানি। তুমি বল পিতা আমায় কি আজ্ঞা করিয়াছেন—সত্যসত্যং করােমমব রামে দিনাভিভাষতে—তুমি বল পিতার আজ্ঞা কি, আমি এই মুহূর্তেই তাহা পালন করিব ; ইহা সত্য সত্য, রাম কখন দুই কথা বলে না। কৈকেয়ী তথন বলিতে লাগিল ‘রাম! আমার মতে তােমার আর বনগমনে কিছুমাত্র বিলম্ব করা উচিত নহে। যে পর্যন্ত তুমি বনে না যাইবে, সেই পর্যন্ত তােমার পিতা মান বা ভােজন করিবেন না। | পাষাণে বুক বাঁধিয়া কৈকেয়ী সকল কথা বলিল। রাজার একবার মূচ্ছাভঙ্গ হইয়াছিল ; রাজা কৈকেয়ীর কথা শুনিলেন, শুনিয়া আবার “হা কষ্ট” বলিয়া মূচ্ছিত হইয়া পড়িলেন। | রাম রাজা দশরথকে ধরিয়া উঠাইলেন এবং কৈকেয়ীকে বলিলেন ‘মাতঃ, পিতৃগু পিতৃধাক্য পালন অপেক্ষা