পাতা:কৈকেয়ী - রামদয়াল মজুমদার.djvu/৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

________________

কৈকেয়ী। • = = =...-. বৎসরের জন্য মুনিবেশ ধারণ করিয়া বনে বনে ভ্রমণ করিব; এই চতুর্দশ বৎসর দেখিতে দেখিতে কাটিয়া যাইবে। মা তুমি অনুমতি কর আমি অদ্যই বনে যাই। তুমি কোন চিন্তা করিও না। আমি শীই আদিৰ ।” কোথায় অভিষেক, আর কোথায় বনবাস! কৌশল্যা সহসা উদ্বিগ্ন হইলেন। বনভূমিতে শালমষ্টি কুঠারচ্ছিন্ন হইয়া যেরূপ পতিত হয় কৌশল্যা রামবাক্যে আহত হইয়া সেইরূপে ভূতলে পতিতা হইলেন। রাম তাহাকে উঠাইলেন, এবং ধূলি মুছাইতে লাগিলেন। কৌশল্যা দুঃখসাগরে নিমগ্না। ভারবহনন্থে ভূমিলুণ্ঠনকারিণী ঘােটকীর যে অবস্থা হয় কৌশল্যার তাহাই হইল। কৌশল্যা রামকে জানিতেন “রামােদ্বিনাভিভাষতে” রাম কখন দুই কথা কহেন না! বলিতে লাগিলেন ‘রাম তুমি বনে যাইবেই, আমায় লইয়া চল। কৌশল্যা, আর বলিতে পারেন না । | কৌশল্যা বড় ব্যাকুল হইয়া আবার রামকে বলিতে লাগিলেন। . ‘যথা গৌবালকং বৎসং ত্যক্ত। তিষ্ঠতি কুচিৎ। তথৈব ত্বং ন শক্লোমি ত্যক্তং প্রাণাং প্রিয়ং সুতম্। রাম, গাভী অত্যন্ত দুর্বল হইয়াও যেমন, বনে বৎসের অনুগামিনী হয়, যেমন বৎস ছাড়িয়া কোথাও থাকিতে পারে না, সেইরূপ তুমি আমার প্রাণ অপেক্ষাও প্রিয়,