পাতা:কৈকেয়ী - রামদয়াল মজুমদার.djvu/৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

________________

কৈকেয়ী। | .... - • • • • • • • • r =


+ + ক = ••• • • .. .. .. .


| “যদি গচ্ছসি মাক্য মুল্ল ঘ্য নৃপ বাক্যত” যদি আমার বাকা উল্লঙ্ঘন করিয়া, রাম তুমি রাজার কথায় বনে গমন কর “তদা প্রাণান্ পরিত্যজ্য গচ্ছামি যমদন” তবে প্রাণত্যাগ করিয়া আমি যমদনে গমন করিব। লক্ষ্মণ ক্রোধে অধীর হইয়া “উবাচ রাঘবং বীক্ষ্য দন্নিব জগন্দ্রয়ম” যেন ব্রিজগৎ দগ্ধ করিতে করিতে রামের দিকে চাহিয়া বলিতে লাগিলেন ; উন্মত্তং ভ্রান্তমনসং কৈকেয়ীবশবৰ্ত্তিনম। বন্ধা নিহপ্পি ভরতং তদ্বন্ধুন মাতুলানপি। উন্মত্ত, ভ্রান্তচিত্ত কৈকেয়ীবশবর্তী, ভরতকে বন্ধন করিয়া তাহার সাহায্যকারী তাহার মাতুলের সহিত বিনাশ করিব। আপনার অভিষেকের জন্য যত্ন করুন, আমি ধনুষ্পাণি হইয়া রামাভিষেকের বিঘ্ন বিনাশে নিযুক্ত রহিলাম। ধিক্ আমার বাহুবল—যদি আমি এই কৰ্ম্ম করিতে না পারি। লক্ষ্মণ এখন বালক নহেন তাহার বয়ঃক্রম সাতাইশ বৎসর। পরম শান্ত রাজীবলােচন রাম তখন লক্ষ্মণের ক্রোধশান্তি জন্য উপায় অবলম্বন করিলেন। আজ আমরা চারিদিকে কতই না ক্রোধের মূর্তি অবলােকন করি। কথায় কথায় ক্রোধ। একজন ক্রুদ্ধ হইলে আর এক জন যদি শান্ত না থাকেন তবে প্রলয় উপস্থিত হয়। রামচন্দ্রের ব্যবহারে আমরা বহু শিক্ষা পাইতে পারিব যদি