পাতা:কৈকেয়ী - রামদয়াল মজুমদার.djvu/৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

________________

কৈকেয়ী। ৪১ = • জন্য রাম তখন বনবাসের ক্লেশ উল্লেখ করিলেন। বনে মনুষ্যভোজী বহু রাক্ষস থাকে, সিংহ ব্যাঘ্র বাহাদি ভীষণ জন্তু নিরন্তর সৰ্ব্বত্র বিচরণ করিতেছে--কটু ফলমূল ভিন্ন আর কোন সামগ্রী নাই—অপূপ ব্যঞ্জনাদি কোথায় মিলিবে? ফলমূল ও সকল কালে পাওয়া যায় না। বনের মধ্যে পথ নাই । সৰ্ব্বত্র শর্করা কণ্টকাকীর্ণ। মধ্যে মধ্যে গুহা গহ্বর ঝল্লীদংশাদি পূর্ণ । দেখ সীতা, বনের বহু দোষ। আরও দেখ পাচারে তােমায় গমন করিতে হইবে। শীতাতপাদি সমস্তই সহ্য করিতে হইবে। তুমি সুকুমারী, এ সমস্ত তুমি ত সহিতে পারিবে না। বনে ভীষণ রাক্ষস দেখিয়: তুমি প্রাণশূন্য হইয়া পড়িবে। তুমি • গৃহে থাক। আমি শীঘ্রই পিতৃ আজ্ঞা পালন করিয়া প্রত্যাবর্তন করিতেছি। | রামের বাক্য শ্রবণে সীতা বড়ই দুঃখিত হইতেছেন। একটু ক্রোধও আসিতেছে। সীতা পুনঃ পুনঃ পাতিব্ৰত্য | ব্রত পালন জন্য রামের অনুগমন করিতে ইচ্ছা প্রকাশ করিলেন, আর রাম পুনঃ পুনঃ তাহাকে সঙ্গে লইয়া যাইতে অস্বীকার করিলেন। তখন সীতা প্রণয় ও অভিমান ভরে বলিতে লাগিলেন ‘পিতা তােমাকে জামাতা করিয়া পরে কি জানিতে পারিয়াছিলেন, যে তুমি পুরুষ বিগ্রহধারী স্ত্রী বিশেষ ? হে প্রভাে! আমায় সঙ্গে না লইলে লােকে কি বলিবে না “তেজোনাপ্তি পরং রামে