পাতা:কৈকেয়ী - রামদয়াল মজুমদার.djvu/৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

________________

কৈকেয়ী। ৪৩ তুমি কিছুতেই মাইতে পারিবে না। শেষে বলিলেন আর এক কথা আমি বলি তাহা শুনিলে নিশ্চয়ই তুমি আমায় ফেলিয়া যাইতে পারিবে না। পিত্রালয়ে আমি বহুবার রামায়ণ শুনিয়াছি, কিন্তু সীতা বিনা রামের বনগমন ত কোথাও শুনি নাই “সীতা: বিনা বন: রামো গতঃ কি; কুচিদ্বদ”। রামায়ণ যে কতো কমেই হইতেছে, আমি যে পিত্রালয়ে পূৰ্ব্ব কল্পর রামায়ণে ইহা শুনিয়াছি। দেখ আমি সমস্তই বলিলাম আমি তোমার কাৰ্য্যসহায়িনী। আমায় ফেলিয়া যদি যাও, তবে আমি তােমার সম্মুখেই প্রাণত্যাগ করিব। রাম সীতার নির্ধাতিশয়ে অনুজ্ঞা করিলেন। সীতা গুরুপত্নী অরুন্ধতীকে আপনার হার আভরণাদি প্রদান করিলেন, পরে ব্রাহ্মণগণকে হুধন প্রদান করিয়া রামের সহিত বাহির হইলেন। লক্ষ্মণ ও পূর্ব হইতে তাহাই করিয়াছেন। তখন সীতা, রাম ও লগ্নশ পদব্রঙ্গে পিতার নিকট বিদায় লইতে চলিলেন। আজ প্রভাতকাল বড় সুন্দর হইয়া উঠিতেছিল। নাগরিকেরা প্রাতঃকালের সৌন্দর্য দেখিয়া মুগ্ধ হইতেছিল। ব্রাহ্মমুহূৰ্ত্ত অতিবাহিত হইল, রৌদ্র মুহুর্ত গেল, আসিল প্রভাত। সূর্যকিরণস্পর্শে মেঘ বড় সুন্দর রঙ্গে রঞ্জিত হইতেছিল, মলয় বড় মধুর বহিতেছিল, পাখী বড় সুন্দর স্বরে গান ধরিয়াছিল, ফুল বড় প্রফুল্ল হইয়া গন্ধ