পাতা:কৈকেয়ী - রামদয়াল মজুমদার.djvu/৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

________________

কৈকেয়ী। -"cr+Gw অবতরণিকা। | কেন জীবন কলুষিত হয়, কেন ব্যভিচার হয়, কেন পাপ হয়, কেন নরনারী ফুলের মত পবিত্র থাকে না? একই উত্তর—দুষ্ট সঙ্গ হইতেই জীবন কলুষিত হয়। কি নারী কি পুরুষ, যাহাদের চরিত্র নষ্ট হইয়াছে, ভাল করিয়া আপন জীবন আলােচনা কর, দেখিবে অসৎসঙ্গই তােমার সমস্ত সন্তাপের মূল, সমস্ত পাপের প্রথম সোপান, সমস্ত : দুঃখের আদি বীজ। হইতে পারে পূর্বজন্মার্জিত দুস্কৃতি তােমার ছিল, কিন্তু সহকারী কাৰণ না থাকিলে যেমন শুধু বীজ হইতে বৃক্ষ জন্মে না, সেইরূপ অসৎসঙ্গ না ঘটলে কোন পাপও ফলদানে সমর্থ হয় না। শাস্ত্র বলেন যিনি বহু সদ্গুণের আধার—যিনি ধীর, অত্যন্ত দয়ালু, আচারবান, নীতিজ্ঞ, যিনি বিধিবাদ-বিশেষজ্ঞ ও গুরুসেবী, হিতাহিতবিচারপটু—এরূপ ব্যক্তিও যদি সৰ্ব্বদা পাপচিন্তাপরায়ণ দুরাচারের সঙ্গ করেন, তবে তিনিও অল্পে অল্প দুষ্ট ব্যক্তির পিপ বুদ্ধি দ্বারা সংক্রামিত হইয়া ক্রমে দুর্জনের সমতা প্রাপ্ত হন। অতএব দুষ্টসঙ্গ সৰ্ব্বদাই পরিত্যাজ্য। এই রাজকন্যা কৈকেয়ী দুঃসঙ্গ বশতঃই স্বার্থ হইতে পরিভ্রষ্ট হইয়াছিলেন। এই বিষয়ে বাক্য ক রিয়া রাখা কর্তব্য।