পাতা:কৈকেয়ী - রামদয়াল মজুমদার.djvu/৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

________________

কৈকেয়ী । ৫৭ হইত---যে সীতা কৈকেয়ীর চরণে কত দিন প্রণাম করিয়া এমন ভাবে ক্রোড়দেশে দাড়াইত, যাহা দেখিলে মনে হইত যেন সীতা বলিতেছেন “মা, আমি ত তোমারই, তুমি আমায় কোলে নাও,” নির। কৈকেয়ী আজ সেই আদরিণী রামরাণীকে চরবসন দিয়াছে। সীতা বসন হস্তে দাড়াইয়া আছেন, এক একবার রামের পানে সলঙ্গ দৃষ্টিপাত করিতেছেন “হতে গৃহীত্বা রামস্থ লজ্জয়া মুখনৈক্ষত।” চক্ষে জলধারা বহিতেছে—সীতা, রামের বেশ দেখিতে পারিতেছেন না, বেশ দেখিয়া যেন তার বক্ষ বিদীর্ণ হইয়া যাইতেছে, সীতা চীরহস্তে কাদতেছেন। রাম এই নিদারুণ দৃশ্যে নিতান্ত ব্যথিত। রামচ সীতার হস্ত হইতে চীরবস্ত্র গ্রহণ করি। অঙ্গের চারিধারে বেষ্টন করিয়া দিতেছেন, চারিদিকে হাহাকার উঠিল। রাজমহিষীগণ চীৎকার করিয়া উঠিলেন। জ্ঞানী ভগবান বশিষ্ঠ ক্ষণিকের জন্য যেন ধৈর্য হারাইলেন ; অতিমাত্র ক্রোধ দেখাইয়া কৈকেয়ীকে ভং সনা করিয়া বলিতে লাগিলেন| “কৈকেয়ীং প্রাহ দুবু ওে রাম এব হয়া বৃতঃ। বনবাসায় দুষ্টে স্বং সীতায়ৈ কিং প্রযচ্ছসি।” রে দুবৃত্তে। রে দুষ্টে। বনবাস জন্য রামকে চীর দিয়াছিস কিন্তু সীতা তাের কি করিয়াছে--সাঁতাকে দিয়াছিস কেন?