পাতা:কৈকেয়ী - রামদয়াল মজুমদার.djvu/৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

________________

কৈকেয়ী। ৫৯ পাপ করিয়াই সঙ্গে সঙ্গে পাপের জ্বালায় ব্যাকুল হইত তবে জগত কত পবিত্র হইত ! সুমন্ত রাজার মন্ত্রী-মন্ত্রী হইয়া ও বাজার সম্মুখেই বসম বাক্যদ্বারা কৈকেয়ীর সমস্ত মৰ্ম্ম ভেদ করিয়া কত তিরস্কার করিলেন। সুমন্ত্র কৈকেয়ীকে পতিঘাতিনী বলিলেন, কুলকলঙ্কিনী বলিলেন : “পতিঃীং মহং মতে কুলীমপি চান্তত:"-কৈকেয়ী ইহাতেও বিচলিত হইল না। সুম আরও কঠিন কথা কহিলেন—যে কণা সাধারণ স্ত্রীলােকেও সহ করিতে পারে না—সুমন্ত কৈকেয়ীর মাতার চরিত্রে দোষ দিলেন ; কৈকেয়ীর মাতা স্বামীকে বড় অবস্থা করিয়াছিল। কে কয়রাজ একদিন কোন কারণে হত্য করিয়াছিলেন কৈকেয়ীর মাতা কারণ জানতে আগ্রহাতিশয্য প্রকাশ করে। স্বামী কারণ বলিতে পারেন না বলিলেন “কারণ বলিলেই আমার মৃত্যু হইবে।” স্ত্রী স্বামীকে অগ্রাহ্য করিয়া বলিল “কেকয়রাজ, আমাকে আর ঠাট্টা করিতে হইবে না---তুমি বাঁচ আর মর কারণ বলিতেই হইবে।” “শংস মে জীব বা মা ন মাং ? প্রহনিষ্যসি।” আজ কলিযুগে আমরা ঘরে ঘরে কত কেকয়রাজপত্নী দেখিতে পাই---এইরূপ স্ত্রীলােককে ভ্রষ্টা বলে-নাদ ইহাদের সম্বন্ধেই বলিয়াছেন “য়িশ্চ প্রায়শােভ্ৰষ্টা ভৰ্ত্তবজ্ঞাননির্ভয়া স্ত্রীলােক এই যুগে প্রায়ই ভ্রষ্ট। কারণ ইহারা নির্ভয়ে স্বামীকে অবজ্ঞা করিয়া থাকে।