পাতা:কৈকেয়ী - রামদয়াল মজুমদার.djvu/৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

________________

কৈকেয়ী। | ৬১ কহে নাই কিন্তু যেমন রামের সঙ্গে অর্থ দিবে কৈকেয়ী ইহা শুনিল অমনি শুপমূখে রাজার অভিমুখী হইয়া বলিল “সাপে, পী:সারাংশ মদিরার ন্যায় অনুপভােগ্য এই ধনশন্য অসার রাজ্য ভরত লইবেন না।” হায় ! স্ত্রীলােকের অর্থপিপাসা। এই অর্থপিপাসা যে সীলকের সুদয় অধিকার করিয়াছে তাহর কী বুঝি একেবারেই থাকে । এইরূপ স্ত্রীলােকের ধ র ভান মাত্র ইহারা নামের জন্য ধম্ম করে কিন্তু বিশা। ইহাদের পদে পদে--- ইহার। ধস্থ অভিমান করিলেও মনে মনে বেশ বুঝিতে পারে বিয়ের কীট বিষয়কেই বেশ ভাল বাসে । পুরকে ভালবাসা লােক দেখান মাত্র। ঈশ্বরকে যে ভাল বাসে তাহার বিষয়াসক্তি থাকতেই পারেন। লাজলা বিসর্জন দিয়া কৈকেয়ী ধনের কথা বলিল ; রাজা আর কিছুই অসম্ভব দেখিতেছেন না। রাজা ক্র হইয়া বলিতেছেন “অমঙ্গলকারিণি ! তুমি আমার যে ভার বহনে নিযু করিয়াছ অমি তাহাই বহিতেছি। তবে কেন আর আমার মস্থান ভেদ করিতেছ? অনার্যে! এতক্ষণ আমি যে কাৰ্য্য আরম্ভ করিয়াছি কেন তাহা আমাকে করিতে নিষেধ কর নাই।” | রাজার ক্রোধপূর্ণ কথা শুনিয়া কৈকেয়ী দ্বিগুণ ক্রোধান্বিত হইল। ক্রোধে মুখ বিবর্ণ হইল, উপর শুষ্ঠের তিলচিঃ কম্পিত হইতে লাগিল, কৈকেয়ী রাক্ষসীর মত