পাতা:কৈকেয়ী - রামদয়াল মজুমদার.djvu/৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

________________

কৈকেয়ী ৬৭ দর্শন মাত্র কৈকেয়ী সুবর্ণাসন হইতে উথিত হইলেন-- পিতৃকুলের সংবাদ জিজ্ঞাসা করিলেন। ভরত সকলের কুশল সংবাদ দিয়া মাতাকে বলিলেন--মা, আজ সাত রাত্রি অতিবাহিত হইয়াছে রাজ বার্তাবাহী দুত আমাকে শীঘ্ৰ আসিতে বলায় আমি আসিয়াছি। মাতঃ আপনার এই স্বর্ণভূষিত পর্যঙ্ক শূন্য কেন? সকল লোক এত বিষঃ কেন? মা আমার পিতা কোথায় ? তােমায় ছাড়িয়া পিতা ত থাকেন না তবে তুমি একা রহিয়াছ কেন ? ভয় ও দুঃখে আমার হৃদয় অভিভূত হইতেছে, মা, শীঘ্র বল পিতা কোথায় ? | কৈকেয়ী তখন নির্ভয়ে বলিলেন, পুত্র! তােমার দুঃখের কোন কারণ নাই। যা গতিধৰ্ম্মশীলানামশ্বমেধাদিযাজিনাম। তাং গতিং গতবান পিতা তে পিতৃবৎসলঃ ॥ ধৰ্ম্মশীল অশ্বমেধ যজ্ঞকারী ব্যক্তির যে গতি হয়, তােমার পিতারও আজ সেই গতি হইয়াছে। ভরত পিতৃশােকে কাতর হইয়া ভূতলে পতিত হইলেন। তিনি করুণ স্বরে বলিতে লাগিলেন “হায়! আমি হত হইলাম ! হা পিতঃ। আমাকে রামের হস্তে সমর্পণ না করিয়াই আপনি কোথায় গমন করিলেন?” কৈকেয়া ভারতকে পুনঃ পুনঃ আশ্বাস দিতে লাগিলেন, বলিলেন“সৰ্ব্বং সম্পাদিতং ময়া”। বৎস, আমি তােমার জন্য সকলই সম্পাদন করিয়া রাখিয়াছি। ভরত