________________
কৈকেয়ী। ঝিম করিয়া বৃষ্টি পড়িতেছে প্রবলবেগে বায়ু বহিতেছে বল ভরত ! এখন কোন বৃক্ষ তলে তাহারা ভিজিতেছে? হা রাম হা মে রঘুবংশনাথ জাতােহসি মে ত্বং পরতঃ পরাত্মা। তথাপি দুঃখং ন জুহাতি মাং ৰৈ বিধবলীয়ানিতি মে মনীষা। হ রাম, হা রঘুবংশনাথ! আমি জানি সেই পরমাত্মাই আমায় মা বলিয়াছে ; হায়, তথাপি দুঃখ আমার ত্যাগ করেনা --বুঝিতেছি বিধির বিধিই সর্বত্র প্রবল। যাহা হউক ভরত বশিষ্ঠবাক্যে কথঞ্চিৎ শান্ত হইয়া পিতৃকাৰ্য্য করিলেন। ভরত এখন রামকে আনিতে যাইবেন। | কৈকেয়ী আর সেরূপ নাই, অল্পে অল্পে কৈকেয়ী আপন কৰ্ম্মের বিষময় ফল উপলব্ধি করিতেছে। যেন শত্রুঘ্ন বিবিধালঙ্কারভূষিত রক্ষুবদ্ধবানীর তুল্যা কুবঙ্গাকে শাসন করিয়াছিলেন, সেদিন কৈকেয়ী শত্রুঘ্নের ভয়ে ত্রাপান্বিতা হইয়া ভরতের আশ্রয় গ্রহণ করেন। কৈকেয়ী আজ আপনাকে নিতান্ত হেয় বিবেচনা করিতেছেন। তাহার উপর ভরতের ব্যবহার। ভরত ভিখারীর বেশ ধারণ করিলেন, হার কে র দূরে ফেলিয়াছেন উটা বল্কল পরিধান করিয়াছেন। ভবত রামকে ফিরাইতে চলিলেন। সঙ্গে দশরথ রাজার