পাতা:কৈকেয়ী - রামদয়াল মজুমদার.djvu/৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

________________

ܕܦ কৈকেয়ী। মহিমা । অযােধ্যার সকলেই আজ রামদর্শনে ভারতের সঙ্গে চলিল। ভর:"র ভাব দেখি। কৈকেয়ীর চৈতন্য হইয়াছে, কৈকেয়ী আর সে কৈকেয়ী নাই। আজ রাজমহিষী বড় দুঃখিনী। লজ্জায় কাকে ও মুখ দেখাইতে পারেন না। আর ভরত শুধু এই কৈকেয়ীকে রামদর্শনে যাইতে দিবেন ন: কৈকেয়ী ভয়ে আর ভরতকে কিছুই বলতে পারেন না.-কৈকেয়ী কি বলিবন? আজ রানকে যে তিনি বনে দিয়াছেন। স্ত্রী ! স্বামবধ করিয়াছেন। এ পাপের প্রায়শ্চিত্ত কি ? মৃত্যু! না না! রামকে ন: দেখিয়া ত মরা হইবে না, রাম কি আবার তেমনি করি। আমার মা বলিবে ? হয়, কি করিয়া আমায় মা বলিবে ? আমি যে পাপীয়সী ? আজ ভরত ত আমার মা বলে না। না বলুক রাম আমার মা বলিবে। রাম আনার ক্ষমাময় । ‘আমার রাম' এই বলিতে কৈকেয়ীর হৃৎকম্প হইল। কৈকেয়ীর অহঙ্কার চুর্ণ হইল—সৰ্বমহিষীর শ্রেষ্ঠ মহিষী। আজ দাসীর ন্যায় সুমিত্রার শরণাপন্ন হইল । সুমিত্র। ভরতকে সমস্ত জানাইলেন। ভরত বড়ই ইতস্ততঃ করিলেন। শেষে স্থির করিলেন— রাম ৩ মাতৃভক্ত, তিনি ত কাহারও দোষ দেখেন না। তিনি ত কৈকেয়ীকে ভক্তি করেন। ভরত স্বীকার করিলেন; চিত্রকূটে রামদর্শন মিলিল।