________________
- - - - .. ৭৮। কৈকেয়ী। - ... . . কৈকেয়ী একান্তে অপূর্ণ লােচনে যােড়করে বলিলেন ‘রাম ! সাধুগণ ক্ষমাসৰ্বস্ব। তুমি সাধুর সাধু! বল আমার অপরাধ ক্ষমা করিলে ? বল রাম আমার দৌরাত্ম্য জন্য আর কোন দোষ গ্রহণ করিলে না। । এভগবান কৃপাদৃষ্টি করিলেন। কৈকেয়ী নিৰ্ম্মল হইলেন। কৈকেয়ীর মােহ দূর হইল। কৈকেয়ী বলিলেন। যথা কৃত্ৰিমনৰ্ত্তকো নৃত্যন্তি কুহকেচ্ছ। স্বাধীন তথা মায়া নৰ্তকী বহুরূপিণী । প্রভু তােমার মায়াকে আমি আশ্রয় করিয়াছিলাম তাই আমার হিতাহিত বােধ ছিল না। আজ আমি বুঝিতেছি তােমার আশ্রয়গ্রহণ ভিন্ন মায়া বা অজ্ঞান কিছুতেই দূর হইবে না। আমি তােমার শাপন্ন হইলাম, তুমি আমায় রক্ষা কর। তুমিই আমার প্রভু, তুমিই আমার আত্মা, তুমিই আত্মারাম। কৈকেয়ী তখন ভগবানের স্তব করিলেন। • পাহি বিশ্বেশ্বরানন্ত জগন্নাথ নমসংস্তুতে।। ছিন্ধি স্নেহময় পাশং পুত্ৰবিত্তাদিগােচরম্। ত্বজ্ঞানামলখনে ত্বামহং শরণং গতা। হে প্রভু, হে বিশ্বেশ্বর, হে অনন্ত, হে জগন্নাথ, আমি তােমায় নমস্কার করিতেছি। তুমি পুত্ৰবিত্যাদিতে আসক্তিবহুল