পাতা:কৈকেয়ী - রামদয়াল মজুমদার.djvu/৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

________________

কৈকেয়ী। ৮১ -. .. ... .~~-... -... - ••-----

  • - ... ....

দিবে না? তুমি কি একবার আমায় তেমনি করিয়া ডাকিবে না? এইরূপ উপাসনায় প্রত্যহ যদি তাহার সহিত কথা কহিতে অভ্যাস করা যায় তবে নিশ্চয়ই তিনি আসিয়া বলিয়া দেন ‘আমি তােমায় ক্ষমা করিলাম আরও বলেন গচ্ছ ত্বং হৃদি মাং নিত্যং ভাবয়ন্তী দিবানিশম। সৰ্ব্বত্র বিগতস্নেহা মদ্ভক্ত্যা মােক্ষ্যসেহচিরাৎ। আবার বলা হউক “তথাস্তু”। আমরা আমাদের জননীগণকে স্মরণ করাইয়া দিবার জন্য আর একবার কৈকেয়ী ও কৌশল্যার চরিত্র তুলনা করিয়া এই প্রবন্ধের উপসংহার করিতেছি। | “আপ্তকামা সদাচণ্ডী ক্রোধনা প্রামানিনী”। অযযাধ্যা প্রত্যাবর্তন কালে সন্দেহব্যাকুলিত চিত্তে ভরত আপন ; মাতার উপর উপরি-উক্ত বিশেষণ সমূহ প্রয়ােগ করিয়াছিলেন। ভরত বলিতেছেন কৈকেয়ী আপ্তকামা—আপনার তৃপ্তিসাধনে বড়ই ব্যাকুলা, কৈকেয়ী সদচণ্ডী-সৰ্ব্বদাই প্রচণ্ডভাবা, কর্কশভাষিণী ; কৈকেয়ী ক্রোধনা-কৈকেয়ীর কথায় কথায় ক্রোধ ; আর কৈকেয়ী প্রামানিনী—কৈকেয়ী আপনাকে আপনি বুদ্ধিমতী বলিয়া বােধ করেন। এইরূপ স্ত্রীলােক, এইরূপ সদাচণ্ডী অপ্তকাম কৈকেয়ী বহু