পাতা:কৈকেয়ী - রামদয়াল মজুমদার.djvu/৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

________________

কৈকেয়ী। ৮৫ - - দ্বিতীয়া গতি রাম তিনিও তােমাকক বনে প্রেরিত হইলেন ইত্যাদি। রাজা শশাকাকুল ক্রোধান্বিতা রামজননীর পরুষ বাক্য শুনিয়া “ক্ষতে সৃষ্ট ইবাগিনা” অগ্নি দ্বারা ক্ষত স্থান স্পর্শ করিলে যেরূপ হয় সেইরূপ হইলেন। রাজা আর সহ্য করিতে না পারিয়া কৌশল্যা দেবীকে প্রসন্ন করিবার জন্য অবনত মস্তকে কৃতাঞ্জলিপুটে কাপিতে কাপিতে বলিলেন “কৌশল্যে! তুমি শত্রুগণের প্রতিও সদ। সদয় ব্যবহার করিয়া থাক, নির্দয় ব্যবহার করন। অতএব আমি এই অঞ্জলিবন্ধন করিয়া তােমাকে প্রসন্ন করিতেছি দেবি ! স্বামী নিগুণই হউন বা সগুণই হউন, ধৰ্ম্মনিরতা মহিলাগণের প্রত্যক্ষ দেবতাস্বরূপ। নিয়ত ধম্মনিরত হইয়া দুঃখবশতঃ আমার এমন দুঃখের সময়ে আমাকে অপ্রিয় বাক্য বলা তােমার উচিত হয় না।” কৌশল্যা সতী। স্বামীর সকরুণ বাক্যে সতীর চৈতন্য হইল। কৌশল্যা প্রণালীর বৃষ্টিজলমােচনের ন্যায় অশ্রুমােচন করিতে লাগিলেন। রােদন করিতে করিতে কৌশল্যা সন্ত্রম সহকারে পতির সেই পদ্মণ্য। অঞ্জলি আপন মস্তকে ধারণ করিলেন “সা মৃদ্ধি, বদ্ধা রুদতী রাজ্ঞঃ পদ্মমিবাঞ্জলি।” বড় ত্রস্ত হইয়া ব্যাকুল বাক্যে কহিলেন--“দেব! আমি ভূমিলুষ্ঠিত হইয়া তােমার চরণস্পর্শ করিতেছি, তুমি আমার প্রতি প্রসন্ন হও। তুমি