পাতা:কোর্‌-আন্‌ শরীফ-ভাই গিরিশ চন্দ্র সেন.djvu/৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঢাকা হইতে প্রাপ্ত শ্রদ্ধেয় বার মত গৌরবান্বিত গৌরবাভিজ্ঞ সৰ্ব্বদা তাহার কৃপা হউক । আকিঞ্চনরূপ উপহার প্রদমান স্তর নিবেদন এই ৷ বঙ্গভাষায় অ্যুবাদিত বকর সূরার দুই খণ্ড প্রশংসিত ও সম্মান্য কোর-আন দীনের নিকটে সমাগত হইয়া পুরাতন বন্ধুতার স্থ একে নবীভূত করিয়াছে । দীন ক্ষুদ্র জ্ঞানে মহাশয়ের অনুবাদ গৌরবান্বিত পুণ্যাত্ম শাহ আলদোকাদেরের উর্দু অমুবাদের এবং তফসির হোসেনার অনুরূপ প্রাপ্ত। প্রকৃত পক্ষে মহাশয় এ বিষয়ে সমূহ গলদঘৰ্ম্ম পরিশ্রম করিয়াছেন, এবং ইহা আরব্য, পারস্য ও উর্দু ভাষানভিজ্ঞ লোকদিগের উপদেশের কারণ হইয়াছে। পরমেশ্বর পেগাস্বর ও র্তাহার মহামান্য সস্তুতিগণের গৌরবমুরোধ অনুগ্রহকারী বন্ধুকে সরল পথ ও সত্য পথ প্রদর্শন করুন । ১০ই ফাল্গুন, ১২৮৮ সন ।* প্রার্থী—আলিমোদিন আহমদ। মান্যলর শ্রযুফ কোর্-আন শরীফ অনুবাদক মহাশয় মান্যবরেষু মহাশয়ের বাঙ্গল ভাযায় অল্পবাদিত কোর-আন শরীফ দুই খণ্ড উপহার প্রাপ্ত হইয়। অতি আহলাদের সহিত পাঠ করিলাম। এই অনুবাদ আমার বিবেচনায় অতি উত্তম ও শুদ্ধরূপে টকা সহ হইয়াছে । আপনি তফসির হোসেনী ও শাহ আবদেল কাম্বেরের তফসির অবলম্বন করিয়া যে সমস্ত টীকা লিখিয়াছেন, এজনের ক্ষুদ্র বিদ্য বুদ্ধিতে যে পয্যন্ত বুঝিতে পারিয়াছি, তাহাতে বোধ করি যে, এপষ্যস্ত কোরআন শরীফের অবিকল অনুবাদ অন্য কোন ভাষাতেই এরূপ হয় নাই , এবং আমি মনের আহলাদের সহিত ব্যক্ত করিতেছি যে, আপনি যে ধৰ্ম্ম উদ্দেশ্যে থার পর নাই পরিশ্রম স্বীকার করিয়৷ এই অম্বুবাদ করিয়াছেন, ইহর ফল ঈশ্বর আপনাকে ইং ও পরকালে প্রদান করুন। ইতি সন ১২৮৮, ৬ই ফাল্গুন । নিবেদক শ্ৰীআবুয়ল মজফর আবছল্লা

  • ইহা পারস্তপত্রের অমুবাদ। আমাদের যন্ত্রালয়ের পারস্ত অক্ষরের অভাব হেতু মূলপত্র প্রকাশ করা যাইতে পারিল না ।